হোম > খেলা > ক্রিকেট

‘স্টুপিড’ থেকে ‘সুপার্ব’—পন্তকে নিয়ে সুর বদলালেন গাভাস্কার

ক্রীড়া ডেস্ক    

ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর ডিগবাজি দিচ্ছেন ভারতের ঋষভ পন্ত। ছবি: এএফপি

‘সুপার্ব, সুপার্ব, সুপার্ব’

কিছু কি মনে পড়ছে? না পড়লেও অবশ্য দোষের কিছু নেই। মেলবোর্নে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৩৭ বলে ২৮ রানের ইনিংস খেলে তোপের মুখে পড়েন ঋষভ পন্ত। তাঁর আউটের ধরন দেখে রীতিমত ক্ষুব্ধ হয়ে পড়েন কিংবদন্তি সুনীল গাভাস্কার। ধারাভাষ্যকক্ষে মাইক হাতে তিরস্কার করতে থাকেন ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ বলে।

পন্ত তাঁর খেলার ধরন রেখেছেন একইরকম। এখনো ব্যাটিংয়ে নামলে শোভ পায় তাঁর আগ্রাসী মেজাজ। কিন্তু ৬ মাসের ব্যবধানে বদলে গেছে গাভাস্কারের সুর। বরং বললে ভাল হয়, ১৪৫ বলে সেঞ্চুরি করে পন্তই তা বদলাতে বাধ্য করেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের যশস্বী জয়সওয়াল ও শুবমান গিলের পর সেঞ্চুরি তুলে নিলেন পন্তও। ৯৯ রান থেকে ইংলিশ স্পিনার শোয়েব বশিরকে ডাউন দ্য উইকেটে এসে এক হাতে ছক্কা মেরে তিন অঙ্কে পা রাখেন তিনি। উদ্যাপন করলেন চিরচেনা ডিগবাজি দিয়ে।

মেলবোর্নের মতো লিডসেও ধারাভাষ্যকার হিসেবে আছেন গাভাস্কার। ৬ মাসের মধ্যে তাঁর চোখে পন্ত খেললেন এক ‘সুপার্ব’ (চমৎকার) ইনিংস। জশ টাংয়ের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ১৭৮ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১৩৪ রানে ফেরেন তিনি।

উইকেটরক্ষক হিসেবে এটি পন্তের রেকর্ড সপ্তম সেঞ্চুরি। ভারতের টেস্ট ইতিহাসে আর কোনো উইকেটরক্ষকের এর চেয়ে বেশি সেঞ্চুরি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি আছে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ১৭ সেঞ্চুরি অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের। তালিকার পাঁচ আছেন পন্ত।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ