হোম > খেলা > ক্রিকেট

সিরিজটা ২-০ করল বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগান যুবাদের ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল মেহেরবের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশে দারুণ বোলিংয়ে ১০১ রানে অলআউট হয় আফগানিস্তান। সহজ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট আর ১৬১ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

 ১০২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করে মোফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল। ২৪ রান করে আউট হন নাবিল। আরেক ওপেনার মোফিজুল ৩১ রান করে আউট হন। দলের রান তখন ৫৭।

এরপর অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আফগানদের দারুণ বোলিংয়ে ৮৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের যুবারা। শেষ পর্যন্ত ২৩.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আইচ মোল্লা ১৬ ও রিপন মণ্ডল ৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি আফগান যুবা ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪২.৩ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হন তাঁরা। সর্বোচ্চ ২৫ রান আসে সাবাউন বানুরির ব্যাট থেকে। বাংলাদেশের নাঈমুর রহমান ৪টি, গোলাম কিবরিয়া ২টি এবং রিপন মণ্ডল ও মেহেরব ১টি করে উইকেট নেন।

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি