হোম > খেলা > ক্রিকেট

মিরপুরের পিচ নিয়ে এবার আফ্রিদির ক্ষোভ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ‘মরা পিচে’ দ্বিতীয় সারির অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই ‘মেকি আত্মবিশ্বাসের’ পরিণতি কতটা ভয়াবহ ছিল, তা তো সবারই জানা। 

বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদ-মোস্তাফিজুর রহমানদের ভরাডুবির মূল কারণ হিসেবে মিরপুরের নিচু-মন্থর উইকেটকেই দুষেছেন সবাই। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার-অ্যাডাম জাম্পা তো মিরপুরের ২২ গজকে ‘সবচেয়ে বাজে’ বলেছেন। 

এবার পিচের সমালোচনায় যোগ দিলেন শহীদ আফ্রিদি। মিরপুরে আজ শেষ বলের রোমাঞ্চে বাংলাদেশকে ধবলধোলাই করার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক টুইটারে উত্তরসূরিদের অভিনন্দন জানালেও পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। লিখেছেন, ‘বাংলাদেশকে সত্যিকার অর্থেই আত্মার অনুসন্ধানে (প্রাণবন্ত পিচ) নামতে হবে। নয়তো এ ধরনের পিচে জয়ের পরও বিদেশে ও বিশ্বকাপে সাদামাটা পারফরম্যান্স চলতেই থাকবে। তাদের দলে অনেক প্রতিভা, খেলাটির প্রতি গভীর আবেগেরও অভাব নেই। কিন্তু উন্নতি করতে চাইলে জরুরি ভিত্তিতে ভালো পিচ বানাতে হবে।’ 

যদিও বিশ্বকাপে ভরাডুবির পর স্পোর্টিং উইকেট তৈরির আশ্বাস দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো পাকিস্তান বধের নেশায় সেই নিচু-মন্থর উইকেট বানিয়ে রেখেছে গ্রাউন্ডস কমিটি। কিন্তু নিজেদের ফাঁদে এবার নিজেরাই আটকা পড়ল। ঘরের মাঠে প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই সঙ্গী হলো বাংলাদেশের।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’