হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশি সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সাবেক কিউই ওপেনার 

মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। শেষ বিকেলে ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে জয়ের সুবাস পাচ্ছে মুমিনুল হকের দল। দিন শেষে ৫ উইকেটে হাতে রেখে ১৭ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। এ অবস্থায় টেলিভিশন ধারাভাষ্যে নিজের করা এক মন্তব্য ফিরিয়ে নিয়েছেন মার্ক রিচার্ডসন।

ম্যাচের একটা সময় রিচার্ডসন বলেছিলেন, ম্যাচটা হারতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু দিন শেষে দুই দলের অবস্থান পর্যালোচনা করে বাংলাদেশকে এগিয়ে রেখেছেন তিনি। স্পার্ক স্পোর্টস টিভির বিশ্লেষণে রিচার্ডসন বলেন, ‘নিউজিল্যান্ডের তখন ৬ রানে এক উইকেট। তখন আমি বলেছিলাম বাংলাদেশ এই ম্যাচ হারতে যাচ্ছে। আর নিউজিল্যান্ড সহজ জয়ের পথে এগোচ্ছে। তবে এখন আমি বাংলাদেশি সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ ওই মুহূর্ত থেকে সারা বিকেল বাংলাদেশই দাপট দেখিয়েছে। এখন তারা যে অবস্থানে আছে এর জন্য তাদের কৃতিত্ব দিতে হবে।’

কাজ এখনো বাকি আছে লিটন-ইবাদতদের। নিউজিল্যান্ডের কন্ডিশনে হারের গেরো খুলতে দাপট দেখাতে হবে কাল শেষ দিনেও। তিন সংস্করণ মিলে এখানে ৩২ ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। ৩৩ তম ম্যাচে এসে জয়ের স্বপ্ন দেখাচ্ছে মুমিনুল হকের দল। রিচার্ডসনের এই ক্ষমা চাওয়ার চেয়ে বাংলাদেশ সমর্থকদের পুরো মনোযোগ এখন ম্যাচের ফল ঘিরে।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার