হোম > খেলা > ক্রিকেট

‘তাসকিন অনেক স্টাইলিশ’

তাসকিন আহমেদের মুখে সব সময়ই লেগে থাকে স্নিগ্ধ হাসি। সদা হাস্যোজ্জ্বল এই ক্রিকেটারের ছবি তোলার ক্ষেত্রেও যেন অন্যদের থেকে আলাদা। টিম ফটোসেশন, সেলফিতেও তাঁর দেখা যায় ভিন্নতা। কখনো কখনো সানগ্লাস পরে সিনেমার নায়কদের মতো ছবি তোলেন বাংলাদেশের এই পেসার। শরীফুল ইসলামের দৃষ্টিতে ‘স্টাইলিশ ক্রিকেটার’ হচ্ছেন তাসকিন। 

শুধু ছবি তোলার ক্ষেত্রেই নয়, তাসকিন আড্ডাও জমাতে পারেন। দেশ, বিদেশ যেখানেই হোক না কেন, বাংলাদেশের এই পেসারকে দেখা যায় আড্ডায় মেতে উঠতে। সতীর্থদের সঙ্গে খুনসুটিতেও তাঁর জুড়ি মেলা ভার। গতকাল শরীফুলের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ‘র‍্যাপিড ফায়ার রাউন্ডেও’ এসেছে তাসকিনের প্রসঙ্গ। ভালো উপস্থাপনার মাধ্যমে ঝটপট প্রশ্নের ঝটপট উত্তরের এমন মজার খেলার অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন শান্ত। প্রশ্ন-উত্তরের একপর্যায়ে শরীফুলকে শান্ত জিজ্ঞেস করেন, ‘দলের মধ্যে সবচেয়ে মজার মানুষ কে?’ শরীফুল উত্তর দেন, ‘তাসকিন ভাই।’ শান্ত এরপর জানতে চান, দলের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল কে? শরীফুলের উত্তর এবারও একই (তাসকিন ভাই)। 

‘স্টাইলিশ’ তো বটেই, মাঠের ক্রিকেটেও তাসকিনের এ বছর কাটছে দুর্দান্ত। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে তিনি এ বছর নিয়েছেন ৪১ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে তা সর্বোচ্চ। আর জুলাইয়ে প্রথমবারের মতো হওয়া জিম আফ্রো টি-টেনে নিয়েছেন ১০ উইকেট। টুর্নামেন্টে খেলেন বুলাওয়ে ব্রেভসের হয়ে। এরপর ৫ আগস্ট শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই পেসার।

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত