শেন ওয়ার্ন নামটি উঠলেই সামনে হাজির হন বেশ স্বাস্থ্যবান একজন মানুষ, বলা হাতে যিনি জাদু দেখাতে পারেন ২২ গজে। এই শেন ওয়ার্ন বয়সের সঙ্গে সঙ্গে মুটিয়ে গিয়েছিলেন বেশ। আমোদে মেতে থাকা মানুষের তো এমন একটু হতেই পারে। এ নিয়ে তেমন ভাবান্তর তাঁর ছিল না বলেই মনে হতে পারে। কিন্তু এই কিছুদিন আগেই মেদ ঝরানোর প্রকল্প নিয়েছিলেন এই কিংবদন্তি।
ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা এই লেগি কিছুদিন আগে নিজের মেদ ঝরানোর প্রকল্পের কথা জানিয়েছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি করা এক টুইটে ওয়ার্ন জানান, মেদ কমাতে অভিযানে নেমেছেন তিনি। এরই মধ্যে এই অভিযানে ১০ দিন কাজ করেছেন। আগামী জুলাইয়ের মধ্যে তিনি কয়েক বছর আগের ফিটনেস ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন সেই টুইটে।
শতাব্দীর সেরা বল করার গৌরব-পালক যার মুকুটে সেই ওয়ার্ন আজ শুক্রবার ৫২ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস তাদের এক প্রতিবেদনে ওয়ার্নের মৃত্যুর খবরটি জানায়।