জাতীয় দলকে বিদায় বললেও এখনো আইপিএলে খেলে যাচ্ছেন মাহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজার অধীনে একের পর এক হারের পর চেন্নাইয়ের অধিনায়কত্বও নিজের কাঁধে নিয়েছেন ধোনি। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে এবারের আইপিএলের শেষ ম্যাচে মাঠে নেমে ধোনি জানালেন, অবসর নিয়ে ভাবছেন না তিনি।
প্লে অফ থেকে আগেই ছিটকে গেছে চেন্নাই। রাজস্থানের বিপক্ষে লিগ পর্বের এই ম্যাচই তাই এবারের আইপিএলে ধোনির শেষ ম্যাচ। ৪০ বছর বয়সী সাবেক ভারতীয় অধিনায়ক অবশ্য এখনই নিজের শেষ দেখছেন না। খেলতে চান আগামী মৌসুমেও। রাজস্থানের বিপক্ষে ম্যাচে টস করতে নেমে জানিয়েছেন সে কথায়।
টসের সময় ধোনির কাছে জানতে চাওয়া হয় হয় আগামী মৌসুমে তিনি থাকছেন কী না। উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই। খুব সহজ ব্যাপার। চেন্নাইয়ে না খেলে বিদায় জানানোটা খুব অন্যায় হবে। মুম্বাইয়ে ব্যক্তিগত ভাবে অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু চেন্নাইয়ের সমর্থকদের জন্য সেটা খুব খারাপ হবে।’
পরের মৌসুমে তো খেলবেনই এমনকি কবে আইপিএলকে বিদায় বলবেন সে বিষয়য়ে এখনই কিছু বলতে চান না ধোনি। বলেছেন, ‘আশা করি পরের বছর বিভিন্ন মাঠে খেলা হবে। তাই বিভিন্ন মাঠে গিয়ে, বিভিন্ন শহরে গিয়ে সমর্থকদের ধন্যবাদ জানাতে পারব। তবে পরের বছর আমার শেষ বছর কী না সেটা বড় প্রশ্ন। দুই বছর পর কী হবে তা এখনই বলা সম্ভব নয়। পরের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।’