হোম > খেলা > ক্রিকেট

চেনা পাকিস্তানকে হারানোর বিশ্বাস জ্যোতিদের

ক্রীড়া ডেস্ক    

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে আছে বাংলাদেশ নারী দল। ছবি: আইসিসি

কোচ সারোয়ার ইমরান কেমন আছেন? সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে প্রথমে করা হয় এই প্রশ্ন। মাইনর স্ট্রোক করলেও এখন পুরোপুরি ঠিক আছেন সারোয়ার। গতকাল অনুশীলনেও দেখা গেছে তাঁকে। সেই দুশ্চিন্তা ছাড়াই আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।

প্রতিপক্ষ বাংলাদেশের জন্য অচেনা কেউ নয়। তিন বছর আগে প্রথম বিশ্বকাপে প্রথম জয়টা এসেছে পাকিস্তানের বিপক্ষে। এবার টুর্নামেন্টের শুরুটাও জয় দিয়ে করতে চান জ্যোতি। সেটা যে সহজে আসবে না, তা ভালোই জানা তাঁর, ‘আমার মনে হয়, পাকিস্তানের বিপক্ষে খেলা আমাদের জন্য ভালো বিষয়। কারণ, আমরা অনেক দিন ধরে একে অপরের বিপক্ষে খেলছি, একে অপরকে চিনি। কোয়ালিফায়ারেও খেলেছি, আবার দ্বিপক্ষীয় সিরিজও খেলেছি। তাই ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’

বাংলাদেশের মেয়েদের খেলায় ব্যাটিং বরাবরই সমস্যার নাম। বিশ্বকাপে ভালো করার প্রতিজ্ঞা নিয়েই নামছেন জ্যোতি, ‘নিজেরাই প্রতিশ্রুতি নিয়েছি, এটাই আমাদের সুযোগ, প্রস্তুতি কতটা হয়েছে, তা দেখানোর। কারণ, গতবার কোয়ালিফাই করা খুব কষ্টকর ছিল; আমরা চাই না আবার সেই পথে যেতে। তাই যদি ভালো করতে চাই এবং জিততে চাই, তবে স্কোরবোর্ডে রান তুলতেই হবে।’

সে জন্য জোর দেওয়া হয়েছে স্ট্রাইকরেট বাড়ানোয়। জ্যোতির ভাষ্য, ‘কিছু খেলোয়াড় শুরুর দিকে সময় নেয়, পরে গতিতে খেলতে পারে। কিন্তু এখন ক্রিকেট অনেক এগিয়ে গেছে, সবকিছুই নির্ভর করছে রানের ওপর। রান না তুললে খেলায় টিকে থাকা যায় না। তাই আমরা স্ট্রাইকরেট নিয়ে কাজ করেছি। এমনকি কয়েকজন খেলোয়াড়কে এনেছি, যারা স্ট্রাইক রোটেট করতে পারে, আবার বাউন্ডারিও মারতে পারে।’

পাকিস্তানের বিপক্ষে ১৬ বারের দেখায় সাতটিতে জয় পেয়েছে বাংলাদেশ। এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে আন্তর্জাতিক কোনো ম্যাচই খেলেননি জ্যোতিরা। ম্যাচ ফিটনেসে ঘাটতি থাকলেও মানসিকতায় নেই বলে জানালেন তিনি, ‘আমরা জানি, আমাদের সম্ভাবনা আছে ম্যাচ জেতার। তবে বিশ্বাসটাই সবচেয়ে জরুরি।’

বাছাইয়ে বাংলাদেশ হারানোর স্মৃতি বিশ্বকাপেও টেনে আনতে চান পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা, ‘পাকিস্তান ও শ্রীলঙ্কার কন্ডিশন প্রায় একই রকম। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই খেলেছি এবং পারফরম্যান্স খুব ভালো ছিল। আশা করি, সেই ছন্দ ধরে রাখতে পারব।’

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত