হোম > খেলা > ক্রিকেট

আবার বাংলাদেশকে বিশ্বকাপ এনে দিতে চান তিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ একমাত্র বৈশ্বিক শিরোপা বিশ্বকাপ জেতার রেকর্ড ২০২০ সালে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সেই যুব বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান কোচ নাভিদ নওয়াজ দুই বছর পর আবার ফিরেছেন বাংলাদেশে।

বাংলাদেশে ফিরে বেশ রোমাঞ্চিত নওয়াজ। জানিয়েছেন, বাংলাদেশের নানা প্রান্ত থেকে নতুন প্রতিভা খুঁজে বের করে কাজে লাগাতে চান, জিততে চান আরও একটি বিশ্বকাপ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নওয়াজ বলেন, ‘দুই বছর পর (বাংলাদেশে ফিরে) এসে, আমি অনেক রোমাঞ্চিত। একটি বিষয় লক্ষ্য করেছি, এই দেশে প্রতিভাবানদের প্রাচুর্য। এই দেশের প্রতিভাবানদের অভাব নেই। আমি উন্মুখ আছি বাংলাদেশের নানা প্রান্তে গিয়ে নতুন প্রতিভাবানদের খুঁজে বের করতে। মূলত দারুণ রোমাঞ্চিত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে আরও একবার, দুই বছর পর।’

নওয়াজ এবার শুধু যুবাদের কোচ হিসেবেই না, বিসিবির গেম ডেভেলপমেন্টের অধীনে জুনিয়র বয়সভিত্তিক দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বেও থাকছেন। ২০২৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হতে যাচ্ছে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। এই মেয়াদে দলকে নিয়ে নিজের পরিকল্পনা নিয়ে নওয়াজ বললেন, ‘আমরা জানি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ছেলেরা কেমন ক্রিকেট খেলে থাকে। বিশ্বের নানা প্রান্তে আমরা এসব দেখে এসেছি বছরের পর বছর ধরে। আমার প্রথম কাজ হবে নির্বাচকদের সঙ্গে বসে স্কোয়াড দেখে কী কী আছে, কেমন প্রতিভা আছে, তা খতিয়ে দেখা, যেন ভালো একটি দল গঠন করতে পারি।’

আগামী দুই বছরে নিজের পরিকল্পনা আরও সুনির্দিষ্ট করে বললেন নওয়াজ, ‘খেলোয়াড়দের মধ্যে সব ধরনের বেঞ্চমার্ক প্রয়োগ করে তাদের গড়ে তুলতে হবে। আমরা এটা আগেও করেছি। এমন দল তৈরি করতে হবে যেন তারা সবাই সবাইকে চেনে-জানে। যেকোনো দলের সঙ্গে ভয়ডরহীন লড়াই করতে পারে। এমন দল তৈরি করার চেষ্টা করব আগামী দুই বছরের মধ্যে।’

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট