হোম > খেলা > ক্রিকেট

সমর্থকদের সমর্থন চান তাসকিনরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘শান্ত থাকুন এবং বাংলাদেশকে সমর্থন করুন’, ফেসবুকে এমন এক বার্তা দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতহার আলী খান। দেশের ক্রিকেট সমর্থকদের প্রতি তাঁর এমন বার্তাই বলে দেয় কতটা খারাপ সময় যাচ্ছে মাহমুদউল্লাহ-সাকিব আল হাসানদের।

শুধু আতহার আলী নন, বাংলাদেশ দলের ক্রিকেটাররাও এখন সমর্থকদের প্রার্থনায় নিজেদের খুঁজছেন। পেসার তাসকিন আহমেদও ব্যক্তিগত ফেসবুক পেজে সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন।

সাম্প্রতিক সময়ে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে খুব একটা ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। দেশে-বিদেশে টানা পরাজয়কে সঙ্গী করে সমর্থকদের চাপের মুখে পড়েছেন ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোচনা-সমালোচনার মুখে ক্রিকেটাররা। এমন পরিস্থিতে সমর্থকদের সমর্থন চাইলেন আতহার আলী, তাসকিন আহমেদরা। 

আজ ব্যক্তিগত ফেসবুক পেজে সমর্থন চেয়ে সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করেছেন তাসকিন। সেখানে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এ ছাড়াও দলে সঙ্গে থাকা ধারাভাষ্যকার আতহার আলীও সমর্থন চেয়েছেন।

এ বছর ৮ টেস্টের ৬ টিতে হেরেছে বাংলাদেশ। একটিতে ড্র করেছে আর একটি জিতেছে। এ ছাড়া টি-টোয়েন্টি সংস্করণে শেষ ১০ ম্যাচে একটি জিতেছে মাহমুদউল্লাহরা। একটি পরিত্যক্ত আর বাকি ৮ টিতেই হেরেছে তাঁরা। দুই সংস্করণে এমন খারাপ সময়ে সমর্থকদের পাশে পেতে চান ক্রিকেটাররা।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন