হোম > খেলা > ক্রিকেট

সমর্থকদের সমর্থন চান তাসকিনরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘শান্ত থাকুন এবং বাংলাদেশকে সমর্থন করুন’, ফেসবুকে এমন এক বার্তা দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতহার আলী খান। দেশের ক্রিকেট সমর্থকদের প্রতি তাঁর এমন বার্তাই বলে দেয় কতটা খারাপ সময় যাচ্ছে মাহমুদউল্লাহ-সাকিব আল হাসানদের।

শুধু আতহার আলী নন, বাংলাদেশ দলের ক্রিকেটাররাও এখন সমর্থকদের প্রার্থনায় নিজেদের খুঁজছেন। পেসার তাসকিন আহমেদও ব্যক্তিগত ফেসবুক পেজে সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন।

সাম্প্রতিক সময়ে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে খুব একটা ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। দেশে-বিদেশে টানা পরাজয়কে সঙ্গী করে সমর্থকদের চাপের মুখে পড়েছেন ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোচনা-সমালোচনার মুখে ক্রিকেটাররা। এমন পরিস্থিতে সমর্থকদের সমর্থন চাইলেন আতহার আলী, তাসকিন আহমেদরা। 

আজ ব্যক্তিগত ফেসবুক পেজে সমর্থন চেয়ে সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করেছেন তাসকিন। সেখানে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এ ছাড়াও দলে সঙ্গে থাকা ধারাভাষ্যকার আতহার আলীও সমর্থন চেয়েছেন।

এ বছর ৮ টেস্টের ৬ টিতে হেরেছে বাংলাদেশ। একটিতে ড্র করেছে আর একটি জিতেছে। এ ছাড়া টি-টোয়েন্টি সংস্করণে শেষ ১০ ম্যাচে একটি জিতেছে মাহমুদউল্লাহরা। একটি পরিত্যক্ত আর বাকি ৮ টিতেই হেরেছে তাঁরা। দুই সংস্করণে এমন খারাপ সময়ে সমর্থকদের পাশে পেতে চান ক্রিকেটাররা।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ