হোম > খেলা > ক্রিকেট

বরিশালের সুখবর, ফাইনালে মিলারকে পাচ্ছে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৪ বিপিএল খেলতে ডেভিড মিলার বাংলাদেশে এসেছেন গত ২৫ ফেব্রুয়ারি। তত দিনে বিপিএলের লিগ পর্বের খেলা শেষ। শেষ ভাগের প্লে-অফের ম্যাচ শুরুর অপেক্ষা ছিল। শুরুতে জানা গিয়েছিল, বিয়ে করবেন বলে প্লে-অফের বেশি খেলতে পারবেন না মিলার। তবে বরিশাল-সমর্থকদের স্বস্তি, প্রোটিয়া তারকাকে দল পাচ্ছে ফাইনালে। 

২৬ ফেব্রুয়ারি মিলার খেলেন ফরচুন বরিশালের হয়ে এলিমিনেটর পর্ব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে সেই এলিমিনেটর বাধা টপকে যায় বরিশাল। ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে খেলবে বরিশাল। ফাইনালে মিলার খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। তবে সেই সংশয়ের মেঘ কেটে গেছে বরিশালের, আজ মিলার থাকছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী মিজানুর রহমান। 

মিলারের বিয়ের তারিখ ৯ মার্চ। ৩ মার্চ তাঁর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা ছিল কোনো এক আনুষ্ঠানিকতার কারণে। মিলারকে বরিশাল ফ্র্যাঞ্চাইজি বুঝিয়ে রাজি করিয়েছে এবং ফাইনাল খেলেই তিনি যাচ্ছেন। 

এবার বিপিএলে মিলার খেলেছেন ২ ম্যাচ। এলিমিনেটরে করেন ১৩ বলে ১৭ রান। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি। সাকিব আল হাসানকে ছক্কা মেরে বরিশালকে ফাইনালে তোলার আনুষ্ঠানিকতা সারেন মিলার। মিলারের বরিশালে বাংলাদেশি তারকায় ভরপুর। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ—তিন অভিজ্ঞ বাংলাদেশি ক্রিকেটার আছেন। যেখানে তামিম অধিনায়ক বরিশালের। আছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো তারকারা।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত