বাংলাদেশ-শ্রীলঙ্কা সীমিত ওভারের ক্রিকেট সিরিজ শেষ হয়েছে গতকাল। ২২ মার্চ সিলেটে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টেস্ট সিরিজ শুরুর আগেই মুশফিকুর রহিমকে তৈরি হলো অনিশ্চয়তা।
মুশফিকের অনিশ্চয়তার কারণ মূলত আঙুলের চোট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে লঙ্কানদের ইনিংসের দ্বিতীয় ওভারে কিপিং করার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান। সূত্র জানিয়েছে, এই চোট থেকে সেরে উঠতে অন্তত তিন-চার সপ্তাহ লাগবে মুশফিকের। তাঁর বিকল্প হিসেবে কে টেস্ট দলে জায়গা পাচ্ছেন সেটি অবশ্য সন্ধ্যা ৭টা পর্যন্ত জানায়নি বিসিবি।