হোম > খেলা > ক্রিকেট

গাভাস্কারের ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন গিল

ক্রীড়া ডেস্ক    

ডাবল সেঞ্চুরির পর শুবমান গিল। ছবি: এএফপি

আগের দিনই এজবাস্টনে সেঞ্চুরি করেছিলেন শুবমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেই সেঞ্চুরিটিকে ভারতীয় অধিনায়ক রূপ দিলেন ডাবল সেঞ্চুরির। আর তাতে ভারতীয় ক্রিকেটের রেকর্ড বাইয়ের পাতায় পাতায় ২৫ বছর বয়সী গিল কাটলেন আঁকিবুঁকি। ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ টেস্ট রানের ইনিংসটি এখন তাঁরই।

এ প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন গিলের রান ২৩১। ২২২ রান করেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভাস্কারের ৪৬ বছরের পুরোনো রেকর্ড। ১৯৭৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ২২১ রানে ইনিংস খেলেছিলেন তিনি। এত দিন সেটাই ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় সেরা ইনিংস ছিল। কিন্তু কাল তাঁকে ছাড়িয়ে গেলেন গিল।

শুধু কী গিল গাভাস্কারের রেকর্ড ভেঙেছেন। তিনি রেকর্ড বইয়ের আরেক পাতা থেকে মুছে দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকেও। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে অধিনায়ক হিসেবে ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন আজহারউদ্দিন। এত দিন সেটাই ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় অধিনায়কের সেরা ইনিংস ছিল। তাঁকে ছাড়িয়ে গেলেন গিল। গিলের ডাবল সেঞ্চুরির সুবাদে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৫০৯ রান।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত