হোম > খেলা > ক্রিকেট

আগুনে বোলিংয়ে রোনালদো হলেন সিরাজ

১২ রানে ৫ উইকেট, পরে আরেক রান যোগ করতেই নেই উইকেট। আজ ভারতের এমন আগুনে বোলিংয়ের সামনে এশিয়া কাপের ফাইনালে এমন ত্রাহি অবস্থা শ্রীলঙ্কার। লঙ্কানদের ৫ উইকেট একাই নিয়েছেন মোহাম্মদ সিরাজ। বাকিটি জসপ্রীত বুমরাহর। 

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পেলেন সিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে মেইডেন, নিজের দ্বিতীয় ওভার করতে এসেই শ্রীলঙ্কার সর্বনাশ করেন তিনি। হ্যাটট্রিকের সুযোগ হারালেও নেন ৪ উইকেট। প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সিরাজ। 

ইনিংসের ষষ্ঠ ওভার করতে এসে চতুর্থ বলে নিজের পঞ্চম উইকেট হিসেবে শ্রীলঙ্কার অধিনায়কর দাসুন শানাকাকে বোল্ড করেন সিরাজ। ১৫ বলের মধ্যে নেন ৫ উইকেট। এরপর তাঁর উদ্‌যাপনটাও ছিল দেখার মতো। গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রেডমার্ক ‘সিইউউ’ উদ্‌যাপন করেন সিরাজ। উইকেট নেওয়ার পর ভারতীয় পেসারকে এর আগেও অনেক ম্যাচে পর্তুগিজ উইঙ্গারের মতো উদ্‌যাপন করতে দেখা গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার রান ১১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩ রান। ১৭ রান করা কুশল মেন্ডিসের সঙ্গে অপরাজিত রয়েছেন ৮ রান করা দুনিথ ভেল্লালাগে।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’