হোম > খেলা > ক্রিকেট

ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে যা বললেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা ডমিনেটরসকে ৬২ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চতুর্থ জয় পায় সিলেট স্ট্রাইকার্স। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু এর মধ্যেই সংবাদমাধ্যমে খবর—সিলেট ফ্র্যাঞ্চাইজির এক পরিচালককে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

গতকাল ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে ফিক্সিংয়ের ব্যাপারে জানতে চায় গণমাধ্যম। সিলেট স্ট্রাইকার্সের একজন পরিচালকের কাছে ম্যাচ পাতানোর প্রস্তাব এসেছিল। এ ব্যাপারে আকসু থেকে আপনাদের (খেলোয়াড়দের) কোনো মেসেজ বা সতর্ক করা হয়েছে কি না? 

এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘এখানে যারা খেলছে, এমন একজন প্লেয়ার বলতে পারবে না যে এই সম্বন্ধে জানে না। এখানে সাবধানতার কিছু নাই। যে জানে না বলবে, সে-ই মিথ্যা কথা (বলছে)। তাই না? তো এখানে সাবধানতার কিছু নাই।’ 

যদিও বিষয়টি সিলেটের পক্ষ থেকে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) প্রতিনিধিকে জানানো হয়েছে বলে খবর রয়েছে। মাশরাফি মনে করেন, তাঁ দলের সবাই ভালো করে জানেন এ ধরনের প্রস্তাব পেলে কী করতে হবে। সিলেটের অধিনায়ক বললেন, ‘পরিচালককে বলেছে কি না, সে পরিষ্কারভাবে বলতে পারবে। আকসুকে যদি বলে না থাকে, তাহলে অন্য বিষয়। আর বললে খুব ভালো। স্বাভাবিক বিষয়, যদি তাদের কাছে কিছু এসে থাকে, আকসুকে বলবে। তবে আমার মনে হয় দলের সবাই জানে করণীয় কী।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ