হোম > খেলা > ক্রিকেট

সেঞ্চুরি হাতছাড়া করেও ভক্তের মুখে হাসি ফোটালেন ওয়ার্নার 

অ্যাডিলেডে মহামর্যাদার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি-ছোঁয়া দূরত্বে থেকে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। ফিরেছেন ৯৫ রানে। এর আগে ব্রিসবেনে প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ান ওপেনার কাটা পড়েছিলেন ‘নড়বড়ে নব্বইয়ে’। 

টানা দুই টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করে শতবর্ষী পুরোনো স্মৃতি জাগিয়ে তুললেন ওয়ার্নার। অ্যাশেজের ইতিহাসে ১০০ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টানা দুই ইনিংসে ৯০ ছুঁয়েও সেঞ্চুরির দেখা পাননি ওয়ার্নার। আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বেন স্টোকসের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ধরা পড়েন তিনি। 

তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের সন্নিকটে এসেও ছোঁয়া হলো না, সেটিও পরপর দুই ইনিংসে। ড্রেসিংরুমমুখী হওয়ার সময় মেজাজ একটু চড়া থাকার কথা। ওয়ার্নারও ফিরেছেন মলিন মুখে। তবে ফেরার পথে হাসি ফুটিয়েছেন খুদে ভক্তের মুখে।

মাঠ ছেড়ে বেরোনোর সময় গ্লাভ জোড়া ছুড়ে দেন এক কিশোরের দিকে। সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে সে। ভিডিওতে দেখা গেছে, ওয়ার্নারের ‘অপ্রত্যাশিত’ উপহার পেয়ে শুরুতে বিস্মিত হয়ে পড়ে ভক্ত। যেন আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিল না সে। ঘোর কাটতেই অবশ্য অট্টহাসিতে ফেটে পড়েছে সে। 

যে গ্লাভস পরে টানা দুটি সেঞ্চুরি হাতছাড়া করেছেন, সেটি নিজের কাছে আর রাখতে চাননি। তাই সব রাগ গিয়ে পড়েছিল গ্লাভ জোড়ার ওপর। ছুড়ে ফেলা সেই গ্লাভসই হয়তো হয়ে থাকল খুদে ভক্তের জীবনের সেরা সংগ্রহ।

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি