হোম > খেলা > ক্রিকেট

লিটনের সাংবাদিক তাড়ানোর ঘটনায় বিসিবি লজ্জিত, চিন্তিত, ক্ষমাপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিটন দাসের অপ্রত্যাশিত ঘটনায় লজ্জিত ও উদ্বেগের কথা জানিয়েছে বিসিবি। গতকাল পুনের কনরাড হোটেল (টিম হোটেল) থেকে সাংবাদিকদের তাড়িয়ে দিয়েছিলেন লিটন। আজ টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন ব্যাপারটি নিয়ে ‘লজ্জিত ও চিন্তিত’ বলেছেন সংবাদমাধ্যমকে।

টিম হোটেলে সুজন বলেছেন, ‘অবশ্যই বিসিবি চিন্তিত (এই ঘটনায়)। লিটন ইতিমধ্যে তার ফেসবুক পেজ থেকে ‘সরি’ বলেছে। ইচ্ছাকৃতভাবে আসলে সে এটা করেনি। সে আপনাদের বের করে দিয়েছে এ কথা বলেনি কোনো সময়। হয়তো সে অস্বস্তি থাকায়…(এমনটা করেছে)। আমি তো ছিলাম না, আমি যেটা লিটন থেকে জানি, সে অস্বস্তিবোধ করেছে, সেটাই নিরাপত্তাকর্মীকে জানিয়েছে। নিরাপত্তাকর্মী আপনাদের কীভাবে বলেছে, সেটা আমি জানি না। আবার বলছি আমার মনে হয়, এটা ইচ্ছাকৃত না।’

সুজনের মতে লিটনের সাংবাদিকদের সরিয়ে দিতে বলা উচিত হয়নি। এই বিসিবি পরিচালক বললেন, ‘সব সময় যেটা চিন্তা করি, আপনারা (সাংবাদিকেরা) দূর থেকে, বাংলাদেশ থেকে এসেছেন। আমাদের দেশের জন্য একটা লজ্জাজনক ব্যাপার একটা (লিটন যা করেছেন)। আমাদের মিডিয়াকে যদি এখান থেকে সরে যেতে বলে, সেটা আমাদের জন্য ঠিক নয়।’

শুধু খেলায় মনোযোগ রাখতে বিশ্বকাপে সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়া থেকে ক্রিকেটারদের দূরে রেখেছে বিসিবি। সেটা স্মরণ করিয়ে দিয়ে সুজন বলেছেন, ‘আমরা সব সময় আপনাদের (সাংবাদিকদের) উৎসাহ দিই, ছবি তোলেন, ভিডিও করেন। অবশ্যই আমরাও একটা দূরত্ব রেখেছি আপনাদের সামনে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা শুধু ম্যাচের আগের দিনই কাউকে দিচ্ছি কথা বলতে। আমরা চাচ্ছি ছেলেরা মানসিকভাবে দূরে থাকুক (এসব কিছু থেকে)। ক্রিকেটের সঙ্গে থাকুক, ক্রিকেট নিয়ে চিন্তা করুক। আবারও বলছি আমরা দুঃখিত (এই ঘটনায়)।’

এই ঘটনা পুরোপুরি ‘অপ্রত্যাশিত’ সুজনের কাছে। তবু বললেন লিটন ইচ্ছে করে এমনটি করেননি, ‘আসলে এটা আমাদের সবার কাছেই অপ্রত্যাশিত, লিটন এটা কীভাবে বলল। কিন্তু আমি লিটনের সঙ্গে কথা বলেছি, আজ সকালেও বলেছি, আসলে সে বলেছে, ‘স্যার (সুজন), আমি কাউকে ছোট করতে চাইনি। ঠিক আছে এটা আমার ভুল হয়েছে। হয়তো আমি অস্বস্তিতে ছিলাম বলে…। ক্যামেরাটা আমার মুখের সামনে নিয়ে আসছিল বারবার, এ জন্য।’

ধর্মশালা, চেন্নাই পর্ব শেষে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে পুনেতে। সেখানে আগামী বৃহস্পতিবার স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসানরা। পুনের টিম হোটেল থেকে গতকাল দুপুরে খেতে বেরিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম। সতীর্থরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর খেতে বের হলেন লিটন। খেলোয়াড়েরা বের হতেই গণমাধ্যমকর্মীদের ক্যামেরা সক্রিয় হয়ে উঠছিল। 

লিটন অবশ্য এতে (গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলা) আপত্তি করলেন। তিনি নিরাপত্তাকর্মীদের বললেন সাংবাদিকদের সরিয়ে দিতে। অন্য ক্রিকেটারদের যেখানে আপত্তি নেই, সেখানে লিটনের আপত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়েছে। আজ সকালে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। নিজের ফেসবুক পেজে ক্ষমা চাওয়ার ইমোজি ব্যবহার করে লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীর অবস্থান ছিল। হুট করে ঘটা ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক