হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ দলের স্পিন কোচ করোনা আক্রান্ত

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে থাকা স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ এসেছে। নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই দফা করোনা পরীক্ষায় দলের সবার নেগেটিভ এলেও তৃতীয় পরীক্ষায় পজিটিভ এসেছে হেরাথের। দলের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, হেরাথের সংস্পর্শে ছিলেন ফজলে মাহমুদ রাব্বি। এ কারণে ফজলে মাহমুদসহ যাদের কোয়ারেন্টিন সময় বেড়েছিল তাদের আবারও করোনা পরীক্ষা করা হয়েছে। 

হেরাথের করোনা পজিটিভ আসায় নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেবে সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে এই লঙ্কানের। 

এর আগে তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজ থেকে অনুশীলনে নামার কথা ছিল পুরো বাংলাদেশ দলের। তবে এখনই অনুশীলনে নামা হচ্ছে না দলের একটা অংশের। অধিনায়ক মুমিনুল হকসহ দলের চার ক্রিকেটার তো আছেনই। কোচিং ও অফিশিয়ালসহ দলের ৯ সদস্যকে সাত দিনের অতিরিক্ত কোয়ারেন্টিন করতে হবে। 

দুবাই থেকে নিউজিল্যান্ডে যাওয়ার বিমানে চার ক্রিকেটারের কাছাকাছি থাকা এক যাত্রী করোনা পজিটিভ হয়েছেন। মুমিনুলসহ ওই যাত্রীর কাছাকাছি ছিলেন মেহেদী হাসান মিরাজ, ফজলে মাহমুদ রাব্বি ও ইয়াসির আলী রাব্বি। নিউজিল্যান্ডে গিয়ে করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও সতর্কতা হিসেবে এখন বাড়তি সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে তাঁদের। এর আগে গতকাল মঙ্গলবার কোয়ারেন্টিনের চতুর্থ দিনে জিম সেশন করেছেন ক্রিকেটাররা। আজ তাঁদের নেটে অনুশীলন করার কথা। 

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার