২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি সাড়ে তিন মাস। চূড়ান্ত সূচি না হলেও খসড়া সূচি তৈরি করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। খসড়া সূচি দেখেই ভেন্যু পরিবর্তনের কথা বলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বকাপের খসড়া সূচি কদিন আগে সব ক্রিকেট বোর্ডকে পাঠিয়ে দিয়েছিল আইসিসি। সূচি অনুযায়ী ২০ ও ২৩ অক্টোবর বেঙ্গালুরু ও চেন্নাইয়ে হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ও পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। এ দুটো ম্যাচের ভেন্যু অদলবদল করতে আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি। চেন্নাইয়ের উইকেট কিছুটা স্পিনবান্ধব। এখন পর্যন্ত চেন্নাইয়ে বিশ্বকাপের ম্যাচ হয়েছে সাতটি। ৭ ম্যাচে স্পিনাররা নিয়েছেন ৩৫ উইকেট, ইকোনমি ৪.৫২ ও বোলিং গড় ২১.৫৪। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব-উর-রহমানদের নিয়ে গড়া আফগানদের শক্তিশালী স্পিন বোলিং লাইনআপ দেখেই হয়তো পাকিস্তান ভেন্যু পরিবর্তনের কথা চিন্তা করেছে।
পিসিবির ভেন্যু পরিবর্তনের অনুরোধ অদ্ভুত মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় এই স্পিনার বলেন, ‘পাকিস্তান তাদের চিঠিতে বলেছে, চেন্নাইয়ের কন্ডিশন আফগানিস্তানকে বেশ সুবিধা দেবে। ভেন্যু পরিবর্তন করলে তাই সুবিধা হবে পাকিস্তানের। আইসিসি তাদের (পাকিস্তান) অনুরোধ রাখবে, এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। যদি পাকিস্তান নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট কারণ দেখাতে পারত, তাহলে হয়তোবা পরিবর্তন হতো। বর্তমান সূচি অনুযায়ী, বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলবে এবং চেন্নাইতে হবে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। তারা ভেন্যু অদলবদল করতে চাইছে। তাদের এই অনুরোধ বেশ অদ্ভুত।’
বিশ্বকাপের সময় এগিয়ে আসায় খসড়া সূচি এবার চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২৭ জুন চূড়ান্ত সূচিটি জানানো হতে পারে বলে জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আগামী মঙ্গলবার বিশ্বকাপের সূচি চূড়ান্ত করতে মুম্বাইয়ে আলোচনায় বসবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সেদিনই জানা যাবে খসড়া সূচি অনুযায়ী সব ম্যাচ হবে কি না। ২০১৯ বিশ্বকাপের আদলেই হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ১০ দলের মোট ম্যাচ ৪৮টি। কমপক্ষে ভারতের ১২ স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ৫ অক্টোবর শুরু হয়ে বিশ্বকাপ শেষ হবে ১৫ নভেম্বর।