হোম > খেলা > ক্রিকেট

যেখানে বাবাকে ছাড়িয়ে গেলেন চন্দরপলপুত্র

বুলাওয়ে টেস্টে টানা দুদিন কোনো উইকেট নিতে পারল না জিম্বাবুয়ের বোলাররা। স্বাগতিকের বোলারদের ব্যর্থতার সুযোগ নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও ত্যাগনারায়ণ চন্দরপল। 

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন চন্দরপল। ক্যারিয়ারে পঞ্চম ইনিংসে সেঞ্চুরি করে বাবা শিবনারায়ণ চন্দরপলকে ছাড়িয়ে গেছেন তিনি। প্রথম সেঞ্চুরি পেতে ৩১ ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। বিদেশের মাটিতে সেঞ্চুরি পেতে ৫২ ইনিংস লেগেছিল সিনিয়র চন্দরপলের। বাবার ১৯ ম্যাচের বিপরীতে তৃতীয় টেস্টেই সেঞ্চুরি পেলেন তিনি। ২৯১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংসে ১০ চারের সঙ্গে ১ ছক্কা হাঁকিয়েছেন বাবার মতোই বাঁ-হাতি ব্যাটার। 

চন্দরপলের আগে সেঞ্চুরি পেয়েছেন তাঁর সতীর্থ ব্রাথওয়েটও। টেস্ট ক্যারিয়ারে ১২ তম সেঞ্চুরি করলেন ক্যারিবিয়ানদের অধিনায়ক। শেষ তিন টেস্টে এটি দ্বিতীয় সেঞ্চুরি তাঁর। চন্দরপলের থেকে বেশি রান করলেও বল এবং বাউন্ডারিতে পিছিয়ে রয়েছেন তিনি। ২৪৬ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংসে ৭ চার হাঁকিয়েছেন এই ওপেনার। 

ব্রাথওয়েট ও চন্দরপলের জোড়া সেঞ্চুরি অতীতের এক মাইলফলকে স্মরণ করে দিয়েছে। এবারই প্রথম ২০১২ সালের পর একই ইনিংসে ক্যারিবিয়ানদের দুই ওপেনার সেঞ্চুরি পেলেন। দুজনের জোড়া সেঞ্চুরিতে বিনা উইকেটে ২২১ রান করেছে ক্যারিবিয়ানরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক