হোম > খেলা > ক্রিকেট

ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরেছেন তামিম-শরীফুল-ইবাদত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। দুই দলের মধ্যে এটিই হবে প্রথম টেস্ট। 

অন্যদিকে বাংলাদেশের একাদশে ফিরেছেন তামিম ইকবাল, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০১৪ সালের পর একাদশে তিন পেসার নিয়ে টেস্ট খেলছে বাংলাদেশ।

শরীফুল, ইবাদতের সঙ্গে আছেন খালেদ আহমেদ। তিন পেসারের সঙ্গে আছেন তিন স্পিনার। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম আছেন একাদশে। 

২০১৯ সালের পর টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হচ্ছে সাত ক্রিকেটারের। বাংলাদেশের ১৩৭তম হলেও নিজেদের চতুর্থ টেস্ট খেলছে আইরিশরা। 

বাংলাদেশ একাদশ:  তামিম ইকবাল, মুমিনুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। 

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), অ্যান্ড্রু ম্যাকব্রিন, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডেয়ার, গ্রাহাম হিউম, বেন হোয়াইট, মারে কামিন্স, পিটার মুর ও জেমস ম্যাককোলাম।

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

যখন বিয়ে করেছিলাম, সেরকম চাপ মনে হয়েছে: বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট

সমাধান হয়েছে বিপিএল ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা

দেশের ক্রিকেটে ঐক্যের ডাক দিলেন ক্রীড়া উপদেষ্টা

বিপিএল কি তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও