হোম > খেলা > ক্রিকেট

সিপিএলে দল পেলেন সাকিব

ক্রীড়া ডেস্ক    

সিপিএলে দল পেয়েছেন সাকিব আল হাসান। ছবি: সিপিএল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্সে খেলে সাকিব আল হাসান ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। সাকিব দল পেয়েছেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগেও (সিপিএল)। এবার তিনি খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ফ্র্যাঞ্চাইজির হয়ে।

সাকিবের দল পাওয়ার খবর সিপিএল তাদের অফিশিয়াল ফেসবুকে আজ জানিয়েছে এভাবে, ‘এখনো সিপিএলের সেরা বোলিং যাঁর, সেই সাকিব আল হাসান ২০২৫ সালে খেলবেন অ্যান্টিগা ও বারবুডার হয়ে। তিনি কি পারবেন ২০১৩ সালে সেই ৬ রানে ৬ উইকেট পাওয়ার দুর্দান্ত বোলিং ছাড়িয়ে যেতে?’

সিপিএলে খেলতে মুখিয়ে আছেন সাকিব, ‘আমি এই বছরের সিপিএলে খেলতে মুখিয়ে আছি, আমি বেশ কবার সিপিএলে খেলেছি। আমি চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলাম, ফাইনালে খেলেছি, অনেক দারুণ স্মৃতি। এই বছর ফ্যালকনের হয়ে খেলতে মুখিয়ে আছি। আশা করি এবার খুবই সাফল্যমন্ডিত একটি টুর্নামেন্ট আমরা পার করতে পারব।’

দল নিয়ে আত্মবিশ্বাসী সাকিব আরও বলেন, ‘আপনি যদি সিপিএলের ইতিহাস দেখেন, স্পিনাররা দলে অনেক বড় ভূমিকা রাখে। দুই জন কোয়ালিটি স্পিনার ফ্যালকনকে অনেক সাহায্য করবে। অবশ্যই এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট। সবগুলো দলই ভালো দল গড়ার চেষ্টা করে, আপনি কোনো দলেই সহজে দুর্বলতা খুঁজে পাবেন না। ৬ দলের সবাই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। আমার দল নিয়ে আমি আত্মবিশ্বাসী, আশা করি ফ্যালকন খুবই ভালো করবে।’

সাকিবের যে রেকর্ডটির কথা মনে করিয়ে দিয়েছে সিপিএল, ২০১৩ সালের আগস্টে ব্রিজটাউনে ত্রিনিদাদের বিপক্ষে বার্বাডোজের হয়ে সাকিব ৪ ওভারে ১ মেডেন দিয়ে ৬ রানে পেয়েছিলেন ৬ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ওই ম্যাচে প্রতিপক্ষ ১২.৫ ওভারে অলআউট হয়েছিল ৫২ রানে। ৪৪৭ টি-টোয়েন্টি খেলা সাকিবের ৬ রানে ৬ উইকেট এখনো ২০ ওভারের ক্রিকেটে সেরা বোলিং হয়ে আছে। সিপিএলে দুবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে সাকিবের। ২০১৬ সালে জ্যামাইকা, ২০১৯ সালে গায়ানার হয়ে জিতেছিলেন বাঁহাতি অলরাউন্ডার।

এবার সিপিএলে কী গল্প লেখেন ৩৮ বছর বয়সী সাকিব, সেটাই দেখার।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ