হোম > খেলা > ক্রিকেট

জুতায় পানীয় ঢেলে অন্য রকম উদযাপন ওয়েড-স্টয়নিসদের 

প্রথম যেকোনো সাফল্যের আনন্দ একটু বেশিই হয়। অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে তাই বিশ্বকাপ জয়ের আনন্দ হলো বাঁধ ভাঙা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার আনন্দে ড্রেসিং রুমে ব্যতিক্রম ধর্মী উদ্‌যাপন করলেন ম্যাথু ওয়েড-মার্কাস স্টয়নিসরা। 

ওয়ানডে বিশ্বকাপটা অস্ট্রেলিয়ানদের কাছে হাতের মোয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ধারে কাছে নেই কোনো দলই। ক্রিকেটে প্রায় সব রকম সাফল্য পাওয়া অজিদের আক্ষেপ যা ছিল সব টি-টোয়েন্টি ক্রিকেটকে ঘিরে। সেই হতাশা ঘুচে গেছে কাল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অ্যারন ফিঞ্চের দল। 

বিশ্বকাপ জয়ের আনন্দ কীভাবে ড্রেসিং রুমে উদ্‌যাপন করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারেরা তার একটি ভিডিও আপলোড করেছে আইসিসি। তাতে দেখা যাচ্ছে সবাই বিয়ারের ক্যান হাতে উল্লাস করছেন। উল্লাস করতে করতে এক ফাঁকে নিজের জুতায় বিয়ার ঢেলে সোজা গলায় চালান করে দেন পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে অজিদের জয়ের নায়ক ম্যাথু ওয়েড! পরে ওয়েডের জুতায় বিয়ার ঢেলে গলাধঃকরণ করেছেন সেমির আরেক নায়ক স্টয়নিস।

অন্য সংস্কৃতির মানুষের কাছে এমন উদ্‌যাপন ব্যতিক্রমধর্মী হলেও অস্ট্রেলিয়ায় এমন উদ্‌যাপন বেশ জনপ্রিয়। ‘শুয়ি’ নামের এই উদ্‌যাপনকে অস্ট্রেলিয়ানরা মনে করে সৌভাগ্যের প্রতীক। তারা মনে করে এই ভাবে উল্লাস করলে তা সব খারাপ সময় দূর করে সৌভাগ্যের বার্তা বয়ে আনা সম্ভব। কোনো মহিলার জুতা থেকে শ্যাম্পেন বা বিয়ার খেলে তা আরও সৌভাগ্য নিয়ে আসে বলেই মনে করা হয় অস্ট্রেলিয়ায়।

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান