হোম > খেলা > ক্রিকেট

করোনা এবারের আইপিএলে বাধা হতে পারবে না, বললেন সৌরভ 

করোনায় ২০২১ আইপিএল মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে গড়িয়েছিল দ্বিতীয় পর্ব। তবে ২০২২ আইপিএল ভারতে করার বিষয়ে আশাবাদী বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। সৌরভ মনে করেন, এবার আর করোনা বাধা হতে পারবে না।

আইপিএল ভারতের টুর্নামেন্ট তাই এটি ভারতের মাঠেই হওয়া উচিত মনে করেন সৌরভ। সাবেক ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটি আমাদেরই   টুর্নামেন্ট। ভারতে খেলা হলে এর পরিবেশ একেবারে আলাদা হয়।’  

সম্প্রতি ভারত নিজেদের মাঠে নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছিল। এরপর টানা সিরিজ কয়েকটি সিরিজ খেলবে ভারত। এসব উল্লেখ করে সৌরভ বলেন, ‘ভারতে এখন আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলা হচ্ছে। আমরা নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছি। আমরা নিজেরাও দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ আছে। তাই আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা পার করে এসেছি।’

করোনার কথাও মাথায় আছে সৌরভের। তবে তিনি আশাবাদী করোনা এবার আইপিএলের প্রভাব ফেলতে পারবে না, ‘করোনা সমস্যা থাকা সত্ত্বেও ২০২১ আইপিএল দুবাইতে নিয়ে শেষ করতে সফল হয়েছি আমরা। আমাদের ঘরোয়া ক্রিকেট আগের মতোই চলছে। এখনো পর্যন্ত করোনা নিয়ে সমস্যায় পড়তে হয়নি।’

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’