হোম > খেলা > ক্রিকেট

ধোনি-গিলক্রিস্টদের ছাড়িয়ে যেখানে শীর্ষে ব্রুক 

সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলার অভ্যাস ভালোই রপ্ত করেছেন হ্যারি ব্রুক। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতেই যেন পছন্দ করেন ব্রুক। ঝোড়ো ব্যাটিং করে ইংলিশ এই ব্যাটার ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্টের মতো তারকা ক্রিকেটারদের। 

প্রথম পাঁচ টেস্টে ন্যুনতম ২০০ রান করেছেন, এমন ব্যাটারদের সর্বোচ্চ স্ট্রাইকরেট ব্রুকের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ৫ ম্যাচ খেলে ব্রুক করেছেন ৬২৩ রান। গড় ৭৭.৯ ও স্ট্রাইকরেট ৯৬.৯। দ্বিতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ৯১ স্ট্রাইক রেটে ২৯৩ রান করেছিলেন ভারতীয় এই অলরাউন্ডার। তৃতীয় স্থানে থাকা পৃথ্বী শ এর স্ট্রাইক রেট ৮৬। এই তালিকায় থাকা ধোনি ও গিলক্রিস্টের স্ট্রাইকরেট ৮৪.৪ ও ৮১.৮। ৮৫.৫ স্ট্রাইকরেট নিয়ে চার নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। 

ক্রিকেটার                         দল            রান            গড়      স্ট্রাইকরেট 
১. হ্যারি ব্রুক                    ইংল্যান্ড      ৬২৩          ৭৭.৯     ৯৬.৯ 
২. হার্দিক পান্ডিয়া             ভারত         ২৯৩           ৪১.৯      ৯১.০ 
৩. পৃথ্বী শ                        ভারত        ৩৩৯           ৪২.৪      ৮৬.০ 
৪. ডেভিড ওয়ার্নার           অস্ট্রেলিয়া     ৩৮৩          ৬৩.৮     ৮৫.৫ 
৫.মহেন্দ্র সিং ধোনি           ভারত         ২৯৭          ৫৯.৪    ৮৪.৪ 
৬.অ্যাডাম গিলক্রিস্ট         অস্ট্রেলিয়া    ৪৪০          ৬২.৯     ৮১.৮

সমাধান হয়েছে বিপিএল-ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা

দেশের ক্রিকেটে ঐক্যের ডাক দিলেন ক্রীড়া উপদেষ্টা

বিপিএল কি তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ