হোম > খেলা > ক্রিকেট

সান্ত্বনার ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ব্যাটিংয়ের এমন অবস্থা দাঁড়িয়েছে, কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। ‘মেকশিফট’ ওপেনার ভাবনা থেকে সরে আজ ইনিংস উদ্বোধন করেছেন দুই জেনুইন ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তাতেও কাজ হলো কই? 

ইনিংসের ষষ্ঠ ওভারের মধ্যে ২৮ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ওই ৩ উইকেটে ৪৪ রান। ওপেনিং জুটি ভাঙে লিটনের বিদায়ে। দলীয় ১৩ রানে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে লিটন ফেরেন শূন্য রানে। 

পরের ওভারের প্রথম বলে ফেরেন আরেক ওপেনার তানজীদ হাসানও। শার্দুল ঠাকুরের বলে পুল করতে গিয়ে ইনসাইড-এজ হয়ে বোল্ড হয়েছেন তিনি। স্কোরবোর্ডে ১৫ রান তুলতে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে নিতে পারেননি এনামুল হক বিজয়। 

এবারের এশিয়া কাপে আজই প্রথম সুযোগ পেয়েছেন বিজয়। কিন্তু সেটা হেলায় হারালেন তিনি। শার্দুলের বলে পুল করতে গিয়ে বল খাড়া ওপরের দিকে তুলে দেন বিজয়। সেটা তালুবন্দী করেছেন উইকেটকিপার লোকেশ রাহুল। বিপর্যয় সামাল দিতে আরেকবার ভরসা মেহেদী হাসান মিরাজের ওপর। ব্যাটিং অর্ডারে এবার তাঁর জায়গা হয়েছে মিডল অর্ডারে। 

সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন মিরাজ। দুজনের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ২১ রান। সাকিব ১৭ রানে অপরাজিত আছেন, মিরাজের রান ৮।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে