হোম > খেলা > ক্রিকেট

ঐচ্ছিক অনুশীলনই বাতিল করে দিলেন ‘হতাশ’ কোহলিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের আরেকটি ম্যাচ থাকলেও বিরাট কোহলিদের ভাগ্য ঝুলে ছিল আজ নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের ওপরেই। আফগানিস্তানের সঙ্গে নিউজিল্যান্ড হারলে, তবেই ভারত সেমিফাইনালের ছাড়পত্র পেত। সেটি যে হলো না। বরং কিউইরা জিতে পৌঁছে গেছে সেমিফাইনালের মঞ্চে।

আগামী কালকের নিয়মরক্ষার নামিবিয়া ম্যাচের আগে আর ‘পণ্ডশ্রম’ করতে চাইলেন না বিরাট কোহলিরা। উইলিয়ামসনদের জয় দেখার পর নিজেদের ঐচ্ছিক অনুশীলন বাতিল করে দিয়েছে ভারত। 

পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারার পর ভারতের সেমিফাইনালে ওঠা ছিল অনেকগুলো কঠিন সমীকরণের ওপর দাঁড়িয়ে। নিজেরা জিতলে হতো না। তাকিয়ে থাকতে হতো অন্যদের ওপরও। বিশেষ করে নিউজিল্যান্ডের পয়েন্ট কাটা পড়ার প্রার্থনাতেই ছিলেন ভারতীয় সমর্থকেরা। আজ তাই আফগানিস্তানের জয় কামনায় ছিলেন কোহলিরা। কিন্তু সে রকম কিছুই ঘটল না। বরং ঠান্ডা মাথায় ৮ উইকেটে জিতে হাসতে হাসতে শেষ দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল ব্ল্যাক ক্যাপসরা।

ঐচ্ছিক অনুশীলন বাতিল করে ভারতীয় দল সময়টা কীভাবে কাটাচ্ছে তা অবশ্য জানা যায়নি। তবে পরশু স্কটল্যান্ডকে হারানোর পর সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড জিতলে কি করবেন এমন প্রশ্নে রবীন্দ্র জাদেজা মজা করে বলেছিলেন—‘তাহলে আর কী...ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব।’ নিয়মরক্ষার নামিবিয়া ম্যাচের আগে অনুশীলন বাতিল করে সেদিকেই মনোযোগ দিলেন জাদেজারা?

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’