হোম > খেলা > ক্রিকেট

১০ বছর পর বাংলাদেশ সফর নিয়ে স্মৃতিকাতর সোধি

কথায় আছে, প্রথম প্রেম কখনো ভোলা যায় না। ইশ সোধির কাছে বাংলাদেশ যেন সেই ‘প্রথম প্রেম’। বাংলাদেশে এসে নিউজিল্যান্ডের লেগ স্পিনার হয়ে পড়েছেন স্মৃতিকাতর।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত রাতে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। লকি ফার্গুসনের নেতৃত্বাধীন কিউইদের এই দলে আছেন সোধি। বাংলাদেশে পা রাখতেই ১০ বছরের পুরোনো এক স্মৃতি তাঁকে বেশ টানছে। ২০১৩-এর অক্টোবরে ২১ বছরে তাঁর টেস্ট অভিষেক হয়। বাংলাদেশের বিপক্ষে হওয়া সেই টেস্ট কিউই লেগ স্পিনারের জন্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচও। সে সময় দুই টেস্ট খেলার পর বাংলাদেশের মাঠে আর কখনোই খেলা হয়নি। নিউজিল্যান্ডের তৎকালীন টেস্ট অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তোলা পুরোনো এক ছবি আজ ফেসবুকে পোস্ট করেছেন সোধি। নিউজিল্যান্ডের লেগ স্পিনার লিখেছেন, ‘২০১৩ সালে অভিষেকের পর প্রথমবারের মতো বাংলাদেশে। যখন আপনি জীবনটা উপভোগ করবেন, সময় সত্যিই খুব দ্রুত কেটে যাবে।’ ২১,২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ।

বাংলাদেশের মাঠে ২ টেস্ট খেলে নিয়েছেন ৬ উইকেট। ভেন্যুর মতো প্রতিপক্ষ হিসেবেও বাংলাদেশের সঙ্গে সোধির পরিচয়টা তুলনামূলক কম। বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট, ১ ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টি খেলেছেন। ১০ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে ৩ উইকেট নিয়েছেন তিনি। সেবার কিউইদের ১৪৬-এর লক্ষ্যে নামা বাংলাদেশ ৭০ রানে অলআউট হয়ে যায়।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ