তিন ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা। তাই আজকের ম্যাচটি পরিণত হয়েছে নিয়মরক্ষার ম্যাচে।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। ২০ ওভারের খেলা নামিয়ে আনা হয়েছে ১০ ওভারে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। কিউই ব্যাটসম্যানদের বিধ্বংসী ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। নির্ধারিত ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে কিউইরা স্কোরবোর্ডে জমা করেছে ১৪১ রান।
কিউই উদ্বোধনী ব্যাটসম্যান ফিন অ্যালিনের ব্যাট থেকে এসেছে ইনিংস সর্বোচ্চ ৭১ রান। মাত্র ২৯ বল মোকাবেলা করে ৭১ রান করেন এই ব্যাটসম্যান। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলের ব্যাট থেকে এসেছে ৪৪ রান। ৪৪ রান তুলতে তিনি খেলেন মাত্র ১৯ বল। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন, শরিফুল ও মেহেদি হাসান।