হোম > খেলা > ক্রিকেট

ভাষা হারিয়ে ফেলেছেন কোহলি

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও হেরেছে ভারত। ৮ উইকেটের বড় হারে এখন ভারতের সেমিফাইনালও অনেক দূরে পথ বলে মনে হচ্ছে। ফেবারিট হিসেবে বিশ্বকাপে এসে টানা দুই হারে এখন অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। এমন হার বেশ ‘উদ্ভট’ মনে হচ্ছে বিরাট কোহলির কাছে। আত্মপক্ষ সমর্থনের মতো খুব বেশি কিছু নেই বলে জানালেন ভারতীয় অধিনায়ক। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে পাত্তাই পায়নি ভারত। হারের পর কোহলি বলেন, ‘বেশ উদ্ভট ব্যাপার। আমার মনে হয় না, ব্যাটে-বলে আমরা সাহসিকতার পরিচয় দিতে পেরেছি। খুব বেশি কিছু বলার নেই। মাঠে আমরা যথেষ্ট সাহসিকতার পরিচয় দিতে পারিনি।’ 

ভারতের ম্যাচ মানেই শত কোটি মানুষের প্রত্যাশা। ক্রিকেট পাগল সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে হতাশ কোহলি আরও বলেন, ‘যখন আপনি ভারতীয় ক্রিকেট দলে খেলবেন, তখন আপনার ওপর প্রত্যাশার চাপ থাকবে। শুধু সমর্থকদেরই নয়, খেলোয়াড়দেরও থাকে। তাই আমাদের খেলার সময়ও অনেক চাপ থাকে। বছরের পর বছর ধরে আমরা সেই চাপ নিয়ে এসেছি। ভারতের হয়ে যারাই খেলে তারা সেই চাপ নিয়ে অভ্যস্ত। দল হিসেবে সেই চাপ নিতে পারলে, সেটি অতিক্রমও করা যায়। কিন্তু গত দুই ম্যাচে আমরা সেটা নিতে পারিনি।’ 

টানা ব্যর্থতার পরও অবশ্য দমে যেতে চান না কোহলি। পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে চান তিনি, ‘মনে হয়, আমরা ঠিক আছি। এখনো অনেক ক্রিকেট বাকি আছে।’

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার