ঢাকা: ভূপেন হাজারিকা কবেই গেয়ে গেছেন—‘মানুষ মানুষের জন্য’। করোনা মহামারিতে তাঁর এই গানটিই যেন চরম বাস্তবতা। যার প্রমাণ মিলেছে আইপিএলেও। প্যাট কামিন্স, ব্রেট লির পর প্রথম দল হিসেবে করোনা আক্রান্তদের সহায়তায় সাড়ে সাত কোটি রুপি দিয়েছে মোস্তাফিজদের রাজস্থান রয়্যালস।
ভারতে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। দিনে গড়ে ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। মানুষের শেষ কৃত্যের জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এমন ভয়াবহ পরিস্থিতিতে আইপিএল চালিয়ে নেওয়ায় সমালোচনা করেছেন আডাম গিলক্রিস্ট, শোয়েব আখতারের মতো সাবেক ক্রিকেটাররা। করোনার ভয়ে এরই মধ্যে আইপিএল ছেড়েছেন রবিচন্দ্রন অশ্বিন, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাই।
টুইটারে আজ এক বিবৃতিতে সাড়ে সাত কোটি রুপি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান। ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড়, মালিক, কর্তৃপক্ষ এই টাকাটা দিয়েছে।
ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের (ব্যাট) সঙ্গে রাজস্থান ফাউন্ডেশন করোনা আক্রান্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে। এক বিবৃতিতে রাজস্থান জানিয়েছে, ভারতীয় সরকারের সঙ্গে শিক্ষা ও দক্ষতা খাতে বিভিন্ন উদ্যোগী কর্মকাণ্ডে ব্যাট কাজ করে যাচ্ছে। ব্যাটের প্রতিষ্ঠাতা প্রিন্স চার্লস অক্সিজেন ফর ইন্ডিয়া নামের জরুরিসেবা চালু করেন, যেটি হাসপাতালে রোগীর যথাযথ ঘনত্বের অক্সিজেন সরবরাহ করছে।