হোম > খেলা > ক্রিকেট

সাকিব-মুশফিকদের বিপক্ষে যে রেকর্ড আইরিশ স্পিনারের

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটা হতাশার কেটেছে আয়ারল্যান্ডের বোলারদের। হতাশার মাঝেও অ্যান্ডি ম্যাকব্রাইন চাইলে খুঁজে নিতে পারেন ‘স্বস্তি’। টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন আইরিশ এই স্পিনার।

গতকাল প্রথম দিনের শেষ বলে তামিমকে ফিরিয়ে উইকেট নেওয়া শুরু করেন ম্যাকব্রাইন। প্রথম দিনের শেষের পারফরম্যান্সের ধারাবাহিকতা যেন দ্বিতীয় দিনেও নিয়ে এসেছেন আইরিশ এই স্পিনার। আক্রমণাত্মক ব্যাটিং করা সাকিব আল হাসানকে উইকেটরক্ষক লরকান টাকারের তালুবন্দী করেছেন ম্যাকব্রাইন। ৯৪ বলে ৮৭ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। তাতে ভেঙে যায় সাকিব-মুশফিকুর রহিমের চতুর্থ উইকেটে ১৫৯ রানের জুটি। সাকিবের পর সেঞ্চুরিয়ান মুশফিককে ফেরান ম্যাকব্রাইন।

সাকিব, মুশফিককে ফেরানোর পর বাংলাদেশের লেজ দ্রুত গুটিয়ে নেওয়ার দায়িত্বটাও যেন নিয়েছেন ম্যাকব্রাইন। মুশফিকের পর বোল্ড করেন তাইজুল ইসলামকে। এরপর শরীফুল ইসলামকে এলবিডব্লু করে আয়ারল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। আর ইবাদতকে কট বিহাইন্ড করে নিজের ষষ্ঠ উইকেট নেন আইরিশ এই স্পিনার। ২৮ ওভার বোলিং করে ১১৮ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট, যা টেস্টে আইরিশ বোলারদের মধ্যে সেরা বোলিং।

প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ১৫৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা আয়ারল্যান্ড ধুঁকছে সাকিব ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে। ৪ উইকেটে ১৪ রান করেছে আইরিশরা।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা