হোম > খেলা > ক্রিকেট

ভালো আছেন সৌরভ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর এখন ভালো আছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন করে আর জ্বর আসেনি কিংবা কাশিও নেই। 

সৌরভের চিকিৎসার জন্য মঙ্গলবার তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে।  তাছড়া পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের। বিসিসিআই সভাপতি স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। কথাও বলছেন। আজ দুপুরে তার শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। 

করোনা চিকিৎসায় যেটি অনুসরণ করা হয়, সেই মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি সোমবার রাতে থেকেই শুরু করা হয়েছে। সৌরভের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে জিনের পরীক্ষার জন্য। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে সেই রিপোর্ট পাওয়া যেতে পারে। রিপোর্ট এলে বোঝা যাবে তাঁর ওমিক্রন সংক্রমণ হয়েছে কি না। 

এর আগে গত সোমবার করোনা পজিটিভের রিপোর্ট এলে সৌরভকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তাঁর শরীরে তেমন উপসর্গ নেই বলে দাবি করেছিল ভারতীয় সংবাদমাধ্যম।  

এ বছর এ নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি হতে হলো সৌরভকে। জানুয়ারিতে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় অ্যানজিওপ্লাস্টি করেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। তিন সপ্তাহের মধ্যে বুকে ব্যথা অনুভব করায় দ্বিতীয় দফা অ্যানজিওপ্লাস্টি করে দুটি স্টেন্টও বসানো  হয়েছিল।   

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত