হোম > খেলা > ক্রিকেট

হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে দাউদ ইব্রাহিমের সহযোগীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

সময়টা একদমই ভালো যাচ্ছে না হার্দিক পাণ্ডিয়ার। কাঁধে চোট থাকায় বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে ছিলেন। দলে তাঁর থাকা নিয়েও চারদিক থেকে নানা প্রশ্ন উঠেছে। তবে এবার খবর হয়েছেন ধর্ষণের অভিযোগে। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ ভাটির স্ত্রী রেহনুমা ভাটি হার্দিকের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। 

শুধু হার্দিক একা নন, রেহনুমা ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ এনেছেন সাবেক ভারতীয় পেসার মুনাফ প্যাটেল ও বিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান রাজীব শুক্লার বিরুদ্ধেও। সংবাদ সংস্থা এএনআইয়ের এসব তথ্য জানিয়েছে। এর মধ্যে প্রকাশ্যে এসেছে রেহনুমার অভিযোগ পত্রের ছবি। রেহনুমার অভিযোগ, তাঁর স্বামী রিয়াজ, যিনি দাউদের মতোই অন্ধকার জগতের সদস্য, তিনিই রেহনুমাকে জোর করে উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে এসব কাজে বাধ্য করতেন। 

স্বামী রিয়াজের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ এনেছেন রেহনুমা। সেই তালিকাতেই উঠে এসেছে হার্দিকদের নাম। যদিও নির্দিষ্ট করে কবে, কোথায় এসব ঘটনা ঘটেছে পুলিশকে বিস্তারিত কোনো তথ্য দেননি রেহনুমা। পুলিশ তাঁর অভিযোগের ব্যাপারটি নিশ্চিত করেছে। তবে এই অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ মেলেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

রেহনুমার দাবি, তিনি এফআইআর করতে চাইলেও তা নেওয়া হয়নি। গত সেপ্টেম্বরেই এ নিয়ে একটা আবেদনপত্র জমা দিয়েছিলেন জানিয়ে বলেছেন, ‘নভেম্বর হয়ে গেল, কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো তদন্তের জন্য আমার থেকে টাকা চাওয়া হয়েছে। যাতে আমি রাজি হয়নি। আমি তো কোনো দোষ করিনি, ওরা করেছে।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক