হোম > খেলা > ক্রিকেট

লঙ্কায় টানা ৪ ম্যাচ হারল সাকিবের দল

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জিততেই যেন ভুলে গেছে গল টাইটানস। হারের বৃত্তে আটকে আছে দলটি। গতকাল ডাম্বুলা অরার কাছে ৭ উইকেটে হেরেছে গল। তাতে টুর্নামেন্টে টানা ৪ ম্যাচ হারলেন সাকিব আল হাসানরা।

কলম্বোর প্রেমাদাসায় ১৩৪ রানের লক্ষ্যে গতকাল ধীরস্থির শুরু করেছিল ডাম্বুলা অরা। আভিস্কা ফার্নান্দো আক্রমণাত্মক ব্যাটিং করলেও আরেক ওপেনার কুশল মেন্ডিস ধীরগতিতে ব্যাটিং করছিলেন। দুই ওপেনার ৪৭ বলে ৪৭ রানের জুটি গড়েছেন মেন্ডিস ও আভিস্কা। ২৪ বলে ১৮ রান করা মেন্ডিসকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন লাহিরু কুমারা। এরপর উইকেটে আসেন সাদিরা সামারাবিক্রমা। সামারাবিক্রমাকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন আভিষ্কা। দ্বিতীয় উইকেটে ২৫ বলে ৩৬ রানের জুটি গড়েছেন আভিষ্কা ও সামারাবিক্রমা। এরপর তৃতীয় উইকেটে কুশল পেরেরাকে নিয়ে ২১ বলে ২২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন আভিষ্কা। ১৬ তম ওভারের তৃতীয় বলে কুশল পেরেরাকে এলবিডব্লু করে এই জুটি ভাঙেন সাকিব। 

কুশল পেরেরার বিদায়ে ডাম্বুলার স্কোর ১৫.৩ ওভারে ৩ উইকেটে ১০৫ রান। তারপর চতুর্থ উইকেটে ১৩ বলে ২৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন আভিষ্কা ও ধনঞ্জয় ডি সিলভা। ১৭.৪ ওভারে জয় নিশ্চিত করে ডাম্বুলা। ৪৯ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন আভিষ্কা। ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ১৩ বলে ১৩ রান করেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। 

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করেছে গল টাইটানস। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেছেন গল অধিনায়ক দাসুন শানাকা। আর ৯ বলে ৭ রান করেন ড্যানিয়েল। তাতে ৪.৩ ওভারে গলের স্কোর হয় ২ উইকেটে ২৫ রান। ডাম্বুলার বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন দুশন হেমন্ত। 

টুর্নামেন্টে এখন পর্যন্ত সাকিব খেলেছেন ছয় ম্যাচ। ১৬.৬০ গড় ও ১২০.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৮৩ রান। ৬.৬৮ ইকোনমিতে ৬ উইকেট নিয়েছেন সাকিব। আর পয়েন্ট তালিকায় পাঁচ দলের মধ্যে ৫ নম্বরে আছে গল টাইটানস। ছয় ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট পেয়েছে গল।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’