হোম > খেলা > ক্রিকেট

নতুন অধিনায়ক ঘোষণা করল ইংল্যান্ড

চোটে পড়ে ইংল্যান্ডের সাদা বল ক্রিকেটের নিয়মিত অধিনায়ক জস বাটলার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান। তাঁর পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন ফিল সল্ট। 

ডান পায়ের মাংসপেশির চোট পুরোপুরি সেরে না ওঠায় অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও পাওয়া যাচ্ছে না বাটলারকে। এই উইকেটরক্ষক-ব্যাটারের অনুপস্থিতিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন হ্যারি ব্রুক। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

ইংল্যান্ডের হয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে নেতৃত্ব দিতে দেখা যাবে ২৫ বছর বয়সী ব্রুককে। ইংল্যান্ডের হয়ে ১৮টি টেস্টে, ১৫টি ওয়ানডে ও ৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বাটলারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জর্ডান কক্স। ওয়ানডে সংস্করণে অভিষেকের অপেক্ষায় আছেন এই তরুণ ক্রিকেটার। 

ইসিবি দল ঘোষণা করেছিল গত আগস্টের শেষ দিকে। ১৫ সদস্যের দলে আরও পরিবর্তন আছে দুটি। চোটের কারণে ছিটকে গেছেন বাঁহাতি পেসার জশ হাল। তাঁর জায়গায় নেওয়া হয়েছে দারুণ ছন্দে থাকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে। 

লাল বলের ক্রিকেটে দুর্দান্ত বোলিং করছিলেন গাস অ্যাটকিনসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই পেসারও। এবার তাঁকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে আরেক পেসার ওলি স্টোনকে। তাঁর ব্যাপারে কোনো ব্যাখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে, টানা টেস্ট খেলায়, ওয়ার্ক লোড বিবেচনায় নিয়েছে ইসিবি। 

নটিংহামে আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে দেখা হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার। বাকি চার ম্যাচ হবে ২১,২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম ওয়ানডে হবে লিডস, চেস্টার লে স্ট্রিট, লর্ডস ও ব্রিস্টলে। 

ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, ওলি স্টোন, রিস টপলি, জন টার্নার।

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট