হোম > খেলা > ক্রিকেট

গা গরমের ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের মূল লড়াইয়ে আগে ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ সব দলের জন্য। যার জন্য প্রস্তুতি ম্যাচ হলো আদর্শ। 

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ দিয়ে অনেক বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপে মনোযোগ রাখার সুযোগ সাকিব আল হাসানের দলের। গা গরম কিংবা ড্রেস রিহার্সালের ম্যাচ হওয়ায় নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই। 

মাঠে ১১ জন খেলবেন, ব্যাটিংও করবেন ১১ জনই। তবে দলগুলো প্রস্তুতি ম্যাচে চাইলে বোলারদের ব্যাটিং না করিয়ে ব্যাটারদের ওই সুযোগ দিতে পারে। আবার কোনো ব্যাটার আত্মবিশ্বাস পাওয়ার মতো রান করেতে চাইলে স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে অন্যকে সুযোগ দিতে পারবেন। 

কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচেই হেরেছেন সাকিবরা। 

এই ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে নেই নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তবে দলের যদি প্রয়োজনে নিয়ম অনুযায়ী বোলিং করতে পারবেন তাঁরা। অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের বিশ্বকাপ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল:
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাতুম নিসাঙ্কা, দিমুত করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ভেল্ললাগে, মাহিশ তিকশানা, কাসুন রাজিথা, মাতিশা পাতিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব