হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে ছক্কার রেকর্ড গড়লেন রোহিত শর্মা

পাঞ্জাব কিংসের বিপক্ষে হারলেও নতুন এক রেকর্ড গড়েছেন মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মা। প্রথম ভারতীয় হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২৫০ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন এই ওপেনার। 

গত রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পাঞ্জাবের দেওয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিয়াম লিভিংস্টোনের বলে কট অ্যান্ড বোল্ড হওয়া রোহিত সাজঘরে ফেরেন ২৭ বলে ৪৪ রান করে। তাঁর ১৬২.৯৬ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ৩ ছয়ে। তাতেই গড়েন নতুন রেকর্ড। তবে নতুন রেকর্ড গড়ার ম্যাচে তাঁর দল মুম্বাই হেরেছে ১৩ রানে। 

আইপিএলে ২৩৩ ইনিংসে ২৫০ ছক্কা মেরেছেন রোহিত, ভারতীয়দের মধ্যে যা সর্বোচ্চ। ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটার করেছেন এখন পর্যন্ত আইপিএলে ৩০.২৯ গড় ও ১৩০.২২ স্ট্রাইকরেটে করেছেন ৬ হাজার ৫৮ রান। রয়েছে এক সেঞ্চুরি ও ৪১ ফিফটি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০৯ রান। 

আইপিএলে দেশি ও বিদেশি ক্রিকটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কায় তৃতীয় স্থানে রোহিত। ৩৫৭ ছক্কা নিয়ে সবার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ক্রিস গেইল। দুইয়ে থাকা এবিডি ভিলিয়ার্সের ছয়ের সংখ্যা ২৫১। ২৫০ ছয়ে তিনে রোহিত। ২৩৫ ছক্কা মেরে চারে মহেন্দ্র সিং ধোনি। ২২৯ ছক্কা মেরেছেন পাঁচে থাকা বিরাট কোহলি।

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ