হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের ফাইনাল খেলবে ইংল্যান্ড, ভনের ভবিষ্যদ্বাণী

এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। গতকাল সূচি প্রকাশের পরপরই বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন মাইকেল ভন।

ভনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ইংল্যান্ড এই বিশ্বকাপের ফাইনাল খেলবে। অথচ কদিন আগেই অস্ট্রেলিয়ায়র মাঠে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হেরে এসেছে ইংল্যান্ড। সাবেক ইংলিশ অধিনায়কের এমন মন্তব্যের পর তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলেরও স্বীকার হচ্ছেন তিনি। এক টুইট বার্তায় ভন লেখেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে কোন দল খেলবে?’

এর পরই তোপে মুখে পড়েন ভন। অনেকেই বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের জঘন্য টি-টোয়েন্টি রেকর্ডের কথা মনে করিয়ে দেন। কেউ আবার কদিন আগে শেষ হওয়া অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে  ইংল্যান্ডের হারের দিকে ইঙ্গিত করেন।

অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ ১-এ আছে ইংল্যান্ড। প্রথম রাউন্ডের কোয়ালিফায়ারের পর আরও দুই দল ইংল্যান্ডের গ্রুপে যুক্ত হবে। সীমিত ওভারে ক্রিকেটে এউইন মরগানের দলকে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে হিসাবের বাইরে রাখার সুযোগ নেই। বর্তমানে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দলও ইংল্যান্ড।

তবু এত আগে ভনের করা এই ভবিষ্যদ্বাণী মানতে পারছেন না অনেকেই। উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ইংল্যান্ড।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ