হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের ফাইনাল খেলবে ইংল্যান্ড, ভনের ভবিষ্যদ্বাণী

এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। গতকাল সূচি প্রকাশের পরপরই বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন মাইকেল ভন।

ভনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ইংল্যান্ড এই বিশ্বকাপের ফাইনাল খেলবে। অথচ কদিন আগেই অস্ট্রেলিয়ায়র মাঠে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হেরে এসেছে ইংল্যান্ড। সাবেক ইংলিশ অধিনায়কের এমন মন্তব্যের পর তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলেরও স্বীকার হচ্ছেন তিনি। এক টুইট বার্তায় ভন লেখেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে কোন দল খেলবে?’

এর পরই তোপে মুখে পড়েন ভন। অনেকেই বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের জঘন্য টি-টোয়েন্টি রেকর্ডের কথা মনে করিয়ে দেন। কেউ আবার কদিন আগে শেষ হওয়া অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে  ইংল্যান্ডের হারের দিকে ইঙ্গিত করেন।

অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ ১-এ আছে ইংল্যান্ড। প্রথম রাউন্ডের কোয়ালিফায়ারের পর আরও দুই দল ইংল্যান্ডের গ্রুপে যুক্ত হবে। সীমিত ওভারে ক্রিকেটে এউইন মরগানের দলকে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে হিসাবের বাইরে রাখার সুযোগ নেই। বর্তমানে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দলও ইংল্যান্ড।

তবু এত আগে ভনের করা এই ভবিষ্যদ্বাণী মানতে পারছেন না অনেকেই। উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ইংল্যান্ড।

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অদ্ভুতুড়ে ঘটনায় পরিত্যক্ত মুজিবদের খেলা

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া