মধ্যাহ্নভোজের বিরতির পর সব সমীকরণ যেন পাল্টে গেল। সাকিব আল হাসান আর লিটন দাসের ব্যাটিংয়ে ড্রয়ের যে স্বপ্ন দেখছিল বাংলাদেশ, সেটা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে।
আজ ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টেস্ট ও সিরিজ জিততে দরকার লঙ্কানদের মাত্র ২৯ রান।
দ্বিতীয় সেশনের শুরুতে ১৯ বলের ব্যবধানে লিটন-সাকিব দুজনকেই হারিয়েছে বাংলাদেশ। শুরুটা লিটনের বিদায়ে। ১০৩ রানের জুটি ভাঙার পর টিকতে পারেননি সাকিবও। সাকিব-লিটনের বিদায়ের পর তাসের ঘরের মতো ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
দিনের প্রথম সেশনে মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে ১১৫ রান তোলে বাংলাদেশ। এই সেশনে খেলা হয় ৩৩ ওভার। মধ্যাহ্নভোজের বিরতির পর রামেশ মেন্ডিসের প্রথম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফিফটি পূর্ণ করেন লিটন। পরের ওভারে আসিথা ফার্নান্দোর পঞ্চম বলে ফিরতি ক্যাচের শিকার হয়ে ফেরেন সাজঘরে।
লিটনের বিদায়ের পর বাংলাদেশের শেষ ভরসা সাকিবও আউট হয়ে যান। বারংবার শর্ট বলের টোপ গিলতে গিয়ে আসিথার আরেক শর্ট বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে নিরোশান ডিকেভেলার হাতে ক্যাচ দেন সাকিব। দ্রুত ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকতও। প্রথম সেশনের প্রতিরোধ ভেঙে পড়ে বিরতির পরপরই। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর ৬ উইকেট শিকারে ইনিংসের ইতি বাংলাদেশের।