টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হতে এখনো কিছু সময় বাকি আছে। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা জল্পনা–কল্পনা। বিশ্বকাপে নিজের ফেবারিটের নামও জানাতে শুরু করছেন কেউ কেউ। সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার হার্শেল গিবস যেমন নিজের ফেবারিটের তালিকায় রেখেছেন বাংলাদেশের নামও।
গিবস অবশ্য তাঁর তালিকায় নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে রাখেননি। নিজের পছন্দের দেশগুলো নাম জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘অবশ্যই ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাম বলব। কিন্তু আপনি শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশকেও এই তালিকার বাইরে রাখতে পারবেন না। তবে এই মুহূর্তের জন্য পাকিস্তান, ভারত ও ইংল্যান্ডের কথা বলব। এখানে অবশ্য কন্ডিশন কেমন হবে সেটিও বিবেচনায় রাখতে হবে।’
এ সময় নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে গিবস বলেন, ‘পাকিস্তানের অনিশ্চয়তায় ভরপুর ক্রিকেটকে বিবেচনায় রাখতে হবে। ভারত ও ইংল্যান্ড অবশ্যই শক্তিশালী দল। আর আমার মনে হয় না বল এখানে ব্যাটে আসবে, তাই ওয়েস্ট ইন্ডিজ বিপজ্জনক হবে না।’
এ সময় বিশ্বকাপের মঞ্চে আলো ছড়াতে পারেন এমন ব্যাটসম্যানদের নামও বলেছেন গিবস, ‘এখানে কোহলি, বাবর আজম ও জস বাটলারের নাম বলা যায়। এই মঞ্চে অবশ্য অনেক ভালো ব্যাটসম্যান আছে। ওয়েস্ট ইন্ডিজেরও কয়েকজন আছে। অনেক পাওয়ার হিটার ও ফিনিশার আছে।’