হোম > খেলা > ক্রিকেট

মাহমুদউল্লাহর অবসরে মন খারাপ বিসিবি সভাপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাহমুদউল্লাহর অবসর নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক। ছবি: বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত রাতে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর তাঁকে নিয়ে পোস্ট দিয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি) বিশেষ সম্মান জানিয়েছে মাহমুদউল্লাহকে।

২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহর দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছে। পাশাপাশি ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের অবসরে মন খারাপ বিসিবি সভাপতির ফারুক আহমেদের। বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুক বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সকলের জন্যই হৃদয়বিদারক মুহূর্ত। কারণ, প্রায় দুই দশক ধরে মাহমুদউল্লাহ জাতীয় দলের স্তম্ভ হয়ে আছে। চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার আত্মনিবেদন ও পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানদণ্ড স্থাপন করেছে। সকলের অনুপ্রেরণা হয়ে থাকবে সে।’

চার ওয়ানডে সেঞ্চুরির চারটিই মাহমুদউল্লাহ করেছেন আইসিসি ইভেন্টে। যার মধ্যে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি এই দু্ই ম্যাচের সেঞ্চুরি বাংলাদেশকে জিতিয়েছে। ফারুকের মতে গুরুত্বপূর্ণ সময়ে ঠান্ডা মাথায় খেলতে পারতেন মাহমুদউল্লাহ। বিসিবি সভাপতি বলেন, ‘মাহমুদউল্লাহ গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মারদের একজন। ব্যাটিং কিংবা বোলিং, দলের গুরুত্বপূর্ণ সময়ে সেরাটা দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে তার শান্ত থাকা এবং মাঠের নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটের সম্মানিত ব্যক্তিত্বদের একজন হিসেবে মর্যাদা বেড়েছে।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে দল ও খেলার প্রতি মাহমুদউল্লাহর অসাধারণ অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতের জন্য তার সাফল্য কামনা করি। তার অভিজ্ঞতার ভান্ডার বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলবে বলে বিশ্বাস করি।’

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি