চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল নিউজিল্যান্ডও। আজ কেন উইলিয়ামসনদের বিপক্ষে তাই অলিখিত কোয়ার্টার ফাইনালে নামছে বিরাট কোহলির দল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলবরা। আইসিসি টুর্নামেন্টে ভারতের হারা সর্বশেষ পাঁচটি নক-আউট ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন এই কেটেলবোরা।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালয়ে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরেছিল ভারত। পরের বছর বিশ্বকাপের সেমিফাইনাল অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার ৯৫ রানে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ভাগ্য বদলায়নি ভারতের। ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারত সেবার হেরেছিল ৭ উইকেটে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ১৮০ রানে উড়ে গিয়েছিল রোহিত-কোহলিরা। আর সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিউজিল্যান্ডের কাছে ভারত হারে ১৮ রানে। প্রতিটি ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটেলবরা।
ভারতের জন্য ‘অপয়া’ এই আম্পায়ারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ওয়াসিম জাফর। সাবেক এই ভারতীয় ব্যাটার প্রথমে ভারতীয় সমর্থকদের হ্যালোইনের শুভেচ্ছা জানিয়েছেন। নিচে একটি ছবি পোস্ট করে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আম্পায়ার কেটেলবরার নাম চিহ্নিত করে দিয়েছেন জাফর। আর ছবিতে নিচের দিকে দুই বালক-বালিকা কাঁদছে। সঙ্গে লেখা আছে, ‘আমায় ক্ষমা করে দেবেন ওঁম সাই রাম।’
নিজেদের প্রথম ম্যাচে ভারতের মতো নিউজিল্যান্ডও হেরেছিল। বিশ্বকাপে টিকে থাকতে আজ তাই ছাড় দেবে না কিউইরাও। আর ভারতকে হারানোর জন্য সেই ‘অপয়া’ আম্পায়ার কেটেলবোরো তো মাঠে থাকছেনই!