হোম > খেলা > ক্রিকেট

ডাক মেরে বিব্রতকর রেকর্ডে কোহলি

খারাপ ফর্ম থেকে যেন কিছুতেই বের হতে পারছেন না বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম দুই ওয়ানডেতে (৮, ১৮) ইনিংস বড় করতে পারেননি। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে তো শূন্য রানে ফিরেছেন। ইনিংসের মাত্র দ্বিতীয় বলে আলজেরি জোসেফের বলে উইকেটকিপার শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। 

তিন ম্যাচে সব মিলিয়ে কোহলির রান ২৬। এক যুগের লম্বা ক্যারিয়ারে এর আগে তিন ম্যাচের সিরিজে এর চেয়ে বাজে অবস্থায় আর একবারই পড়েছেন তিনি। ২০১২-১৩ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ১৩ রান করেছিলেন। তিন ম্যাচের সিরিজে এটাই তাঁর ক্যারিয়ারের সর্বনিম্ন স্কোর। 

এখানে শেষ নয়, শূন্য রানে আউট হয়ে আরও একটি রেকর্ডের পেছনে ছুটছেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে ১৫ বার কোনো রান না করেই ফিরেছেন। ওয়ানডেতে ভারতের হয়ে কোহলির চেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন আর তিনজন। ২০ বার শূন্য রানে আউট হয়ে রানের মতো এখানেও সবার ওপরে শচীন টেন্ডুলকার। 

টেন্ডুলকারের ঠিক পরেই আছেন যুবরাজ সিং। ওয়ানডে ক্যারিয়ারে মোট ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার। ১৬ বার শূন্য রানে আউট হয়ে তৃতীয় স্থানে আছেন সৌরভ গাঙ্গুলি। আজ শূন্য রানে আউট হয়ে সুরেশ রায়না (১৪) আর বীরেন্দর শেবাগকে (১৪) ছাড়িয়ে গেছেন কোহলি।

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া

‘সিলেটের জামাই’ হিসেবে খেলতে বেশি ভালো লাগে মঈনের

বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় ভারত

‘মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দুর্গন্ধ ছড়াচ্ছে’

মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর বিষয়ে কোনো কথাই হয়নি: বিসিবি সভাপতি

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

ব্যাটে-বলে সিলেটকে জেতালেন ‘জামাই’ মঈন আলী

জাতীয় দলে খেলতে কী করতে হবে আলিসকে

টানা হারে নোয়াখালীর দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করলেন সৌম্য

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন