হোম > খেলা > ক্রিকেট

৩৩ বছর পর ওয়াকার ইউনিসের সঙ্গী হাসারাঙ্গা 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দ্যুতি ছড়াচ্ছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ঘূর্ণি জাদুতে ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস তুলছেন লঙ্কান এই লেগস্পিনার। ৩৩ বছর পর ওয়াকার ইউনিসের রেকর্ডে ভাগ বসালেন তিনি। 

বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে গতকাল শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিকে এলবিডব্লুয়ের ফাঁদে ফেলে উইকেট নেওয়া শুরু করেন হাসারাঙ্গা। এরপর একে একে ফিরিয়েছেন হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর ও জশ লিটলের উইকেট। লিটলকে কট এন্ড বোল্ড করে আইরিশদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন হাসারাঙ্গা। তাতেই রেকর্ডের পাতায় নাম লেখান ওয়ানিন্দু হাসারাঙ্গা। দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে টানা তিন ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন লঙ্কান এই লেগস্পিনার। এর আগে ১৯৯০ সালে টানা তিন ওয়ানডেতে পাঁচ উইকেট করে নিয়েছিলেন ওয়াকার। 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেট, ওমান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৫টি করে উইকেট-সবই হাসারাঙ্গা নিয়েছেন বুলাওয়েতে। লঙ্কান এই লেগস্পিনারের ইকোনমি ৪.৫৮ ও বোলিং গড় ৭.২৫। ৩৩ বছর আগে প্রথম বোলার হিসেবে ওয়াকার এই কীর্তি গড়েছেন ঘরের মাঠ পাকিস্তানেই। পেশাওয়ার, শিয়ালকোট, করাচি-তিন স্টেডিয়ামেই ৫টি করে উইকেট নেন ওয়াকার। যার মধ্যে পেশাওয়ার ও শিয়ালকোটে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড আর করাচিতে প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ইকোনমি ও বোলিং গড় ছিল ৩.৮২ ও ৫.২৭।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ