হোম > খেলা > ক্রিকেট

উমরের জরিমানা দিতে চাচ্ছেন কামরান

ঢাকা: ভাই-ভাইয়ের সম্পর্ক বুঝি এমনই। এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। পাকিস্তানের আকমল–ভাইয়ের ঘটনা এমনই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাড়ে ৪২ লাখ রুপি জরিমানা পরিশোধ করতে পারছেন না বলে ক্রিকেটে ফেরার রাস্তা বন্ধ উমর আকমলের। ছোট ভাই উমরকে ক্রিকেট ফেরানোর দায়িত্ব নিয়েছেন বড় ভাই কামরান আকমল। নিজের পিএসএল ফি থেকে হলেও ছোট ভাইয়ের জরিমানা দিতে রাজি কামরান।

গত মাসে পিসিবির সাড়ে ৪২ লাখ রুপি জরিমানা কিস্তিতে দিতে চেয়েছিলেন উমর। উমরের এই প্রস্তাব দ্রুত নাকচ করে দেয় পিসিবি। ছোট ভাইয়ের জরিমানাটা এখন দিতে চাচ্ছেন বড় ভাই কামরান। পিসিবির কাছে তাঁর অনুরোধ, ‘উমরের জরিমানা আমি দেব। টাকা কোনো ব্যাপার না। আপনারা চাইলে পিএসএল ফি থেকেও এই টাকা কেটে নিতে পারেন।’

গত বছরের পিএসএলের আগে পিসিবিকে ম্যাচ পাতানোর খবর জানাননি উমর। অপরাধ প্রমাণ হওয়ায় শাস্তি হিসেবে প্রথমে পিসিবি উমরকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালত নিষেধাজ্ঞার মাত্রা কমিয়ে ১২ মাসে নামিয়ে তো এনেছিলই, একই সঙ্গে সাড়ে ৪২ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও ধার্য করেছিল। এই টাকাটাই এখন দিতে পারছেন না উমর।

ফখর জামানকে কেন শাস্তি দিল আইসিসি

৩ ফিফটিতে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দিন

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার