হোম > খেলা > ক্রিকেট

ভারত–নিউজিল্যান্ডের টেস্ট দেখেছে এত মানুষ!

সাউদাম্পটনে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হলেও ম্যাচটার রেশ যেন কাটছেই না! টেস্ট ক্রিকেটকে আরও বেশি দর্শকমুখী করতে আইসিসির এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। টেস্টের প্রতি এখনো মানুষের যথেষ্ট আগ্রহ আছে, সেটির প্রমাণ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০১৮ সালের পর কোনো টেস্ট ম্যাচে এত বেশি দর্শক টিভিতে দেখেছেন। 

টেস্ট চ্যাম্পিয়নশিপ আইসিসির সফল প্রকল্প বলতেই হয়। করোনা বাধা পেরিয়েও তারা সফলভাবে প্রতিযোগিতা শেষ করতে পেরেছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত ফাইনাল নিয়েও খুশির খবরই পেয়েছে আইসিসি। ফাইনালের সম্প্রচারকারী প্রতিষ্ঠানের তথ্য সরবরাহকারী (বার্ক) জানিয়েছে, সাউদাম্পটনের ফাইনালের প্রায় ১০ কোটি মানুষ টিভিতে দেখেছে। প্রতি মিনিটে ৭৪ লাখ মানুষ চোখ রেখেছেন বিরাট কোহলি-কেন উইলিয়ামসনদের সাদা পোশাকের লড়াই দেখতে। 

ফাইনালের সম্প্রচারের দায়িত্বে ছিল ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টস। প্রতিষ্ঠানের নির্বাহী সহ সভাপতি অনিল জয়রাজ জানিয়েছেন, ফাইনাল শুরুর আগে তারা আশা করেছিলেন, সবচেয়ে বেশি টিভি দর্শক খেলাটি উপভোগ করবেন। বৃষ্টিতে টেস্টের অর্ধেক ভেসে গেলেও জয়রাজ জানিয়েছেন, সবচেয়ে উপযুক্ত সময়ে হওয়ায় তারা দর্শকের এত সাড়া পেয়েছেন। 

ভারতের জয় দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দেবে এমন আশা করেছিলে সম্প্রচারকারীরা। যদিও ভারত হারলেও তাতে আগ্রহে কোনো ভাটা পড়েনি বলে জানিয়েছেন জয়রাজ।

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন