হোম > খেলা > ক্রিকেট

কেবল তো শুরু, দেশে ফিরে শরীফুল

বিদায়ী বছরের পারফরম্যান্স ভালো না হলেও শেষটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। সেটিও আবার কিউইদের মাঠে। প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ ইতিহাসও গড়েছে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথম টি-টোয়েন্টি জয়। এর আগে এবারের সফরেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতেও জয় পায় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শরীফুল ইসলাম। সংক্ষিপ্ত সংস্করণে ৬ উইকেট নিয়ে তো সিরিজ-সেরাই হয়েছেন বাঁহাতি পেসার। এ ছাড়া প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া শেষ ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। 

নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার কোনো সাদা বলের ক্রিকেটে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্স শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত-শরীফুলরা। দেশে ফিরেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সব মিলিয়ে এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। ৫২ উইকেট নেওয়া পেসার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত, ইনশা আল্লাহ হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’ 

আর প্রথম বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ-সেরার পুরস্কার জেতাকে ক্যারিয়ারের শুরু বলে জানিয়েছেন শরীফুল। বাঁহাতি পেসার বলেছেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে