হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ ১৯ অক্টোবর, পুনেতে

মার্চের শুরুতে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদে হতে পারে। এশিয়া কাপের জটিলতায় এ নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। তবে আজ জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশ্বকাপ খসড়া সূচি অনুযায়ী দুদলের ম্যাচটি ওখানেই হবে। 

নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে কিছুদিন আগে আপত্তি জানানো পাকিস্তান রাজি আছে বলে জানা গেছে। খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশের দুটি ম্যাচের ভেন্যুও জানা গেছে। ভারতে বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পুনেতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে কলকাতায় খেলবে বাংলাদেশ। খসড়া সূচিতে ১৯ অক্টোবর ভারতে বিপক্ষে আর পাকিস্তানের বিপক্ষে ৩১ অক্টোবর ম্যাচ রাখা হয়েছে। 

এশিয়া কাপ নিয়ে হাইব্রিড মডেলে ভারত সম্মতি জানানোয় আহমেদাবাদে বিশ্বকাপের ম্যাচ খেলতে পাকিস্তান রাজি হয়েছে বলে জানা গেছে। এর আগে তো ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকিও দিয়ে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দলের ব্লকবাস্টার ম্যাচটি ১৫ অক্টোবর হবে। 

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। আর শেষ হবে ১৫ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। স্বাগতিকেরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ অক্টোবর। 

 ২০১৯ বিশ্বকাপের আদলেই হবে ২০২৩ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে ১০ দলের ম্যাচ হবে ৪৮ টি। বিশ্বকাপ আয়োজন করতে কমপক্ষে ১২ স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জানা গেছে খসড়া সূচিটি এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পৌঁছে গেছে। আগামীকাল দক্ষিণ আফ্রিকায় আইসিসির বোর্ড সভায় খসড়া সূচিটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে। যদি আগামীকাল না হয় তাহলে এ সপ্তাহের মধ্যেই নাকি চূড়ান্ত সূচি পাওয়া যাবে।

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে