মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ। ১৫ বছর ধরে এই পাঁচজনকে ঘিরেই যেন আবর্তিত বাংলাদেশ দল।
৪৪৪ ম্যাচ পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে পাঁচজনের কেউ একাদশে ছিলেন না। এভাবে একদিন যে এই পাঁচজনকে থামতে হবে, কাল সেই বাস্তবতাই আরেকবার মনে করিয়ে দিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ, এক সময় রফিক খেলত, হাবিবুল বাশার ছিল, নাইমুর রহমান দুর্জয় খেলেছে, এখন খেলছে না। এক সময় এরাও (পাঁচ তারকা) ছেড়ে যাবে। তাই বলে বাংলাদেশ দল আটকে থাকবে না।’
বিকল্পের খোঁজে মাহমুদ মনে করেন সিনিয়রদের পাশাপাশি জুনিয়রদেরও দায়িত্ব নিতে হবে, ‘এটা সিনিয়র-জুনিয়রের খেলা না। যেহেতু সবাই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছে, তাই সমান দায়িত্ব আছে। এমন নয় যে, তামিমের দায়িত্ব ১০০ এবং লিটনের দায়িত্ব ১০!’